ওয়েব ডেস্ক : দোলের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? আপনার গন্তব্য হতে পারে পূর্ব মেদিনীপুরের মহিষাদল। প্রাচীন ইতিহাসের ছোঁয়ায় বসন্ত উৎসবে মেতে ওঠার স্বাদ এখানেই পাবেন। তাই দুদিন সময় হাতে নিয়ে নিশ্চিন্তে চলে যান মহিষাদলে। এখানে রয়েছে প্রাচীন এক রাজপ্রাসাদ, অস্ত্রাগার, শিকার কক্ষ, রাজপরিবারের আরাধ্য দেবতা মদনগোপাল জিউর মন্দির, ঠাকুরদালান, রাজবাড়ি সংলগ্ন বাগানে পীরের মাজার এবং বিশাল এক আম বাগান-সহ নানা ঐতিহাসিক নিদর্শন। সেই সঙ্গে দোলের দিনে বাড়তি পাওনা এই আম বাগানে মহিষাদল প্রেস কর্ণার আয়োজিত বসন্ত উৎসব। জানা গিয়েছে, এবার প্রেস কর্ণারের এই উৎসব ১৫ বছরে পা রেখেছে। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে আয়োজিত বসন্ত উৎসব ইতিমধ্যেই রাজ্যে সাড়া ফেলেছে। পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়েও উঠেছে। তাই আগামী ২৫ মার্চ দোল উপলক্ষে আয়োজিত বসন্ত উৎসবে আবির মেখে রঙিন হওয়ার পাশাপাশি গানে নাচে কবিতায় মেতে উঠতে চলুন মহিষাদল রাজবাড়িতে।
মহিষাদল রাজবাড়ির ইতিহাস ষোড়শ শতাব্দীর। তখন এই স্থানের নাম ছিল জিওখালী বা জীবনখালী। দিল্লির মসনদে ছিলেন সম্রাট আকবর। আকবরের একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠা করেন। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে আনুমানিক ১৫৫৭ খ্রিস্টাব্দে ব্যবসা-বাণিজ্য করতে উত্তরপ্রদেশ থেকে নদীপথে গেওখালি আসেন তিনি। মহিষাদলের তৎকালীন জমিদার নবাবকে রাজস্ব দিতে না পারায় জমিদারি নীলামে ওঠে। আর জমিদারের সেই সম্পত্তি কিনে নেন জনার্দন উপাধ্যায়। মোঘল সম্রাট এর কিছুদিনের মধ্যেই তাঁকে মহিষাদলরাজ হিসেবে স্বীকৃতি দান করেন। একটি তরবারিও উপহার দেন। রাজা জনার্দন উপাধ্যায়ের পরবর্তী পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায় পুত্রহীন ছিলেন। ফলে তাঁর মৃত্যুর পর রানী জানকী দেবী রাজ্য পরিচালনা করেন। তিনি তাঁর দৌহিত্র গুরুপ্রসাদ গর্গকে রাজ্য পরিচালনার ভার দিয়ে যান। এরপর থেকে তাঁর উত্তরাধিকারীদের হাতেই রয়েছে এই রাজপরিবারের সম্পদ। উল্লেখ্য, রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রানী জানকী দেবী ১৭৭০ থেকে ১৮০৪ পর্যন্ত রাজ্য পরিচালনা করেন। তিনি মহিষাদলের প্রধান মন্দির মদন গোপাল জিউ মন্দির ছাড়াও রাম জিউ মন্দির, দধিবামন জিউ মন্দির-সহ বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেন। ১৭৭৪ সালে প্রতিষ্ঠিত হয় মদনগোপাল মন্দির এবং ১৭৭৬ সাল থেকে শুরু হয় বিখ্যাত রথযাত্রা। প্রাচীন এই রথযাত্রা এবং মহিষাদল রাজবাড়ির প্রাচীন দুর্গাপুজো এখন বাংলার অন্যতম বিখ্যাত উৎসব হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
কি দেখবেন ?
রাজবাড়ির কাছেই রয়েছে মদন গোপাল জিউর মন্দির। রয়েছে রাঙ্গি বসন প্যালেস। এই প্যালেস এখন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা সংরক্ষিত। এর পাশেই রয়েছে ঠাকুর দালান। এখানে প্রতি বছর মহিষাদল রাজবাড়ির দুর্গাপূজা হয়। ১০ মিনিট হাঁটাপথে রয়েছে গান্ধি কুটির। মহাত্মা গান্ধি এখানে গিয়েছিলেন এবং অবস্থান করেছিলেন। রাজবাড়ির কাছেই রয়েছে রাজ পরিবারের পক্ষ থেকে তৈরি মহিষাদল রাজ স্কুল এবং রাজ কলেজ। এছাড়াও ৭ থেকে ৮ কিলোমিটার দূরত্বে রয়েছে জিওনখালি। আগে এই অঞ্চলকে জীবনখালি বলা হতো। এই স্থান ৩টি নদীর মিলনস্থল বলে একে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। ১৯ কিলোমিটার দূরত্বে রয়েছে একসময় তাম্রলিপ্ত নামে পরিচিত তমলুক শহর। ঐতিহাসিক এই বন্দর শহরে বর্ঘাভীমা নামে একটি ঐতিহাসিক মন্দিরও রয়েছে।
কিভাবে যাবেন ?
কলকাতা থেকে সরাসরি গাড়িতে মহিষাদল যেতে পারবেন। হাওড়া – হলদিয়া লোকাল ট্রেনে চেপে সতীশ সামন্ত স্টেশনে নেমে মহিষাদল রাজবাড়ি যাওয়া যাবে অথবা, হাওড়া থেকে মেচেদা পর্যন্ত ট্রেনে করে যাওয়ার পর সেখান থেকে বাসে যেতে পারেন মহিষাদল। কলকাতার ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে বাসে নুরপুর এবং নুরপুর থেকে লঞ্চে করে জিওনখালি যান। আর জিওনখালি থেকে চলে যান মহিষাদল।
মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জের বসন্ত উৎসব সম্পর্কে বিশদ জানতে মহিষাদল প্রেস কর্ণার-এর সভাপতি (9434959452) ও সম্পাদকের (9932999497) সঙ্গে যোগাযোগ করতে পারেন।
Web Desk: Thinking where to go on holiday? Your destination can be Mahishadal in East Medinipur. Here you will get a taste of spring festival with a touch of ancient history. So he took two days and went safely to Mahishadal. There is an ancient palace, armoury, hunting room, temple of Madangopal Jiur, the deity worshiped by the royal family, Thakur Dalan, Pir’s shrine in the garden adjacent to the palace and a huge mango orchard. In addition, the spring festival organized by Mahishadal Press Karna in this mango garden is an added bonus on Dol day. It is known that this festival of Press Corner has entered 15 years. The spring festival organized at Amrakunj in Mahishadal Rajbari has already hit the state. It has also become attractive to tourists. So let’s go to Mahishadal Rajbari to enjoy singing, dancing and poetry in the spring festival organized on the occasion of Dol on March 25.
The history of Mahishadal Rajbari dates back to the 16th century. Then this place was called Geokhali or Jibankhali. Emperor Akbar was in Delhi Masnad. One of Akbar’s senior staff was Janardhan Upadhyay. He founded the Mahishadal dynasty. In the middle of the 16th century, he came to Geokhali by river from Uttar Pradesh to do business around 1557 AD. The zamindar of Mahishadal was not able to pay the revenue to the Nawab and the zamindari was auctioned. And Janardan Upadhyay bought that property of the landlord. The Mughal emperor recognized him as Mahishadalraj within a few days. He also gave a sword. Anandlal Upadhyay, the fifth son of Raja Janardana Upadhyay, was childless. As a result, after his death, Rani Janaki Devi ruled the kingdom. He entrusted the administration of the kingdom to his son-in-law Guruprasad Garg. Since then, the wealth of this royal family has been in the hands of his heirs. It is noted that Rani Janaki Devi, the wife of Raja Anandalal Upadhyay, ruled the state from 1770 to 1804. Apart from the main temple of Mahishadal, Madan Gopal Jiu Temple, he built several temples including Ram Jiu Temple, Dadhibaman Jiu Temple. The Madangopal temple was established in 1774 and the famous Rath Yatra started in 1776. This ancient Rath Yatra and the ancient Durga Puja of Mahishadal Rajbari has now become one of the most famous festivals of Bengal attracting tourists.
what will you see
Madan Gopal Jiur Temple is near the Rajbari. There is Rangi Basan Palace. The palace is now preserved by the West Bengal Heritage Commission. Next to it is the Tagore building. Durga Puja of Mahishadal Rajbari is held here every year. Gandhi cottage is 10 minutes walk away. Mahatma Gandhi visited and stayed here. Near the Rajbari is the Mahishadal Raj School and Raj College built by the royal family. Also at a distance of 7 to 8 km is Jeonkhali. Earlier this region was called Jeevankhali. This place is also called Triveni Sangam as it is the meeting place of 3 rivers. At a distance of 19 km is the town of Tamluk, once known as Tamralipta. This historic port town also has a historic temple called Varghabhima.
how to go
Mahishadal can be reached by car directly from Kolkata. You can take the Howrah-Haldia local train and get down at Satish Samant station to reach Mahishadal Rajbari or, after taking the train from Howrah to Mecheda, you can take a bus from there to Mahishadal. Go to Jeonkhali by bus from Dharmatala or Esplanade, Kolkata to Nurpur and by launch from Nurpur. And Mahishadal left from Jeonkhali.
Mahishadal Press Corner President (9434959452) and Editor (9932999497) can contact Mahishadal Press Corner for details about Vasant Utsav of Amrakunj, Mahishadal Rajbari.
#rajbari #Mahishadal#Rajbari#DIL#BANGLA#YATRA#raajbari #heritage #westbengaltourism #westbengal #photography #durgapuja #rajbari #kolkata #instapic #heritageofindia #picoftheday #rajbaricollection #maadurga #kolkatadurgapuja #oldstories #india #durgapujo #oldstuff #locationscouting #murshidabad #calcuttaphotozone #oldschool #palace #travel #culture #ig #festival #instagram #basantautsav #devidurga