ওয়েব ডেস্ক : কংসাবতী নদীর নীরবে বয়ে যাওয়া ও তার দুপাশে শান্ত স্নিগ্ধ জঙ্গল, পাখিদের কলতান, রঙ বেরঙের প্রজাপতির ভেসে বেড়ানো দেখতে হলে চলুন কলকাতা শহরের কাছে বাঁকুড়ার ঝিলিমিলিতে।
ঝিলিমিলি একটি নিরিবিলি জায়গা ও শহরবাসীদের জন্য অত্যন্ত মনোরম পর্যটন কেন্দ্র। পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর সীমান্তে অবস্থিত এই অরণ্য। ঝিলিমিলি ঘোরার সময়ে তালবেড়িয়া বাঁধ, সুতান বন, কাঁকরাঝোড় ও বেলপাহাড়িতেও যেতে পারেন।
শহুরে কোলাহলের বাইরে নির্জন অরণ্যে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ভালো লাগবেই। মানসিক শান্তি পাবেন। ঝিলিমিলি এবং সুতান অরণ্য ‘বারো মাইল-এর জঙ্গল’ নামেও পরিচিত। মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির দূরত্ব ৪৫ কিলোমিটার এবং বাঁকুড়া শহর থেকে ৭০ কিলোমিটার। এই অরণ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ভিউপয়েন্ট। এইসব ভিউপয়েন্ট থেকে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন। শাল, মহুয়া, শিমুল গাছের সারি, প্রকৃতির ক্যানভাসে অসংখ্য পাখি ও প্রজাপতি দেখার সুযোগ মিলবে। প্রাণবন্ত সবুজের আবরণে আপনিও সতেজ হয়ে উঠবেন। উল্লেখ্য, জঙ্গল জুড়ে হাতিদের জন্য একটি নির্দিষ্ট রাস্তাও রয়েছে।
ঝিলিমিলি ফরেস্ট রেঞ্জের মধ্যেই ৭ কিলোমিটারের মধ্যে রয়েছে সুতান হ্রদ। এখানে জঙ্গলে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণি, নানা বৈচিত্রের ফুল ও বিচিত্র পাখির আবাস। ভাগ্য ভালো হলে ময়ূরও আপনার নজরে আসতে পারে। শুধু পর্যটকরাই নয়, বাইক রাইডাররাও জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাদের অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করে। কারণ, এটি পাহাড়ি অঞ্চলের মতো মনে হয়। এই ভার্জিন ফরেস্টটি ডুয়ারসিনির মাধ্যমে ডালমা ফরেস্ট রেঞ্জের সাথে সংযুক্ত। এছাড়াও রয়েছে তালবেড়িয়া বাঁধ। রানী বাঁধ থেকে ৬ কিলোমিটার দূরে গভীর জঙ্গল এবং আদিবাসী গ্রাম দিয়ে ঘেরা এই অঞ্চলও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয়।
কোথায় থাকবেন :-
ঝিলিমিলিতে থাকার জায়গা হলো রিমিল ইকো ট্যুরিজম সেন্টার। সরকারি গেস্ট হাউস হলে ব্যক্তিগত লিজে পরিচালিত হয় এই গেস্ট হাউস। জায়গাটা খুবই সুন্দর। এখানে থাকলে গ্রামে থাকার স্বাদ পাবেন। রিসোর্টের পাশে বেশ কিছু আদিবাসী গ্রামও রয়েছে। ঝিলিমিলিতে থাকতে চাইলে রিমিল ইকো-ট্যুরিজমের বিকল্প নেই। ইন্টারনেটের দৌলতে সহজেই বুকিং করে নিতে পারবেন।
কিভাবে যাবেন :-
বাঁকুড়ার নিকটতম বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব ২১২ কিলোমিটার। কলকাতা থেকে ক্যাব, বাস বা ট্রেনে করে বাঁকুড়া যেতে পারেন। বাঁকুড়া থেকে ক্যাব বা বাসে করে ঝিলিমিলি যেতে হবে। রেল পথে কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব ২৩৩ কিলোমিটার। কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার নিয়মিত ট্রেন পাওয়া যায়। বাঁকুড়া থেকে ক্যাব বা বাসে করে ঝিলিমিলি যেতে হবে। কলকাতা এবং আশেপাশের শহর যেমন আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, পানাগড় এবং রাজ্যের অন্যান্য অংশের সাথে সড়কপথে ভালভাবে সংযুক্ত বাঁকুড়া। বাঁকুড়া থেকে ক্যাব বা বাসে করে ঝিলিমিলি যেতে হবে।
#ecotourism #travel #nature #sustainabletourism #tourism #travelgram #adventure #ecotravel #wildlife #wanderlust #sustainabletravel #ecofriendly #sustainability #conservation #photography #ecoturismo #naturephotography #travelphotography #naturelovers #wildlifephotography #instatravel #travelblogger #travelling #responsibletourism #ecolodge #iran #responsibletravel #explore #hiking #traveller#WEST BENGAL#PURULIA#BKURA#TRADITIONAL#DANCE#