ওয়েব ডেস্ক : মানব সভ্যতার ইতিহাস জানতে আগ্রহী হলে অবশ্যই যেতে হবে কলকাতায় ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামে। ছুটির দিনে সপরিবারে ঘুরে আসার পক্ষেও আদর্শ জায়গা এই মিউজিয়াম। আর বাড়িতে পড়ুয়া বা ইতিহাস অনুসন্ধিৎসু কেউ থাকলে তো কথাই নেই। মহানন্দে এক ছাতার তলায় মানব সভ্যতার ইতিহাসকে কিছুটা হলেও জেনে নিতে পারবেন। ভালো লাগবে। বিশ্বের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মানুষের বিবর্তন এবং বর্তমান যুগের যাবতীয় নিদর্শন দেখা যাবে এখানে। উল্লেখ্য, ১৮১৪ সালে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়। দেশের সবচেয়ে প্রাচীন ও বড়ো জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়ামে ইতিহাস ও ঐতিহ্যের বিপুল সম্ভার আপনাকে মুগ্ধ করবেই।
কি দেখবেন
এই জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, ভারহুতের বৌদ্ধ স্তুপ, অশোক স্তম্ভ, প্রাগৈতিহাসিক প্রাণিদের জীবাশ্ম, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী এবং ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের সৃষ্টি ডায়নোসরের মডেল রয়েছে এখানে। এছাড়াও রয়েছে মানভূম থেকে পাওয়া দেবী দুর্গার প্রস্তর মূর্তি, মানব বিবর্তন, বুদ্ধের জীবনচিত্র, বৌদ্ধ দেবী তারা, আনুমনিক খ্রিস্টিয় তৃতীয় শতাব্দীর বৌদ্ধ মূর্তি, আনুমানিক খ্রিস্টিয় পঞ্চম শতাব্দীর অবলোকিতেশ্বর মিশরের মমি সহ বহু প্রাচীন নিদর্শন। পাশাপাশি রয়েছে শিল্পকলার মোট ৩৫টি সংগ্রহশালা। এগুলি হল প্রাচীন মুদ্রার সংগ্রহশালা, পাখির জীবাশ্মের সংগ্রহশালা, স্তন্যপায়ীদের সংগ্রহশালা, ব্রোঞ্জ যুগের সংগ্রহশালা, গান্ধার শিল্পের সংগ্রহশালা, ভারহুত শিল্পকলার সংগ্রহশালা। এসব দেখতে দেখতে মনে হবে প্রাচীন বিশ্বে ঢুকে পড়েছেন। সময় কিভাবে চলে যাবে বুঝতেই পারবেন না। মনে রাখবেন, ভারতীয় জাদুঘর ঘুরে দেখতে হলে সারা দিন সময় রাখতে হবে।
প্রবেশ মূল্য
প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের প্রবেশ মূল্য ৭৫ টাকা। ৫ বছরের ঊর্ধ্বে স্কুল ও
কলেজ পড়ুয়াদের জন্য টিকিটের দাম ২০ টাকা। বিদেশিদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা। ছবি তোলার ক্ষেত্রে স্মার্ট ফোনের জন্য আলাদা করে দিতে হবে ৫০ টাকা। শুধু ক্যামেরা হলে ধার্য করা হয়েছে ১০০ টাকা। ছোট ভিডিও ক্যামেরা এবং স্ট্যান্ড-সহ ক্যামেরার জন্য দিতে হবে যথাক্রমে ২০০০ টাকা এবং ৫০০০ টাকা। টিকিট অনলাইনে সংগ্রহ করে যেতে পারেন বা জাদুঘরের কাউন্টার থেকে অফলাইনেও কেটে নিতে পারেন। মনে রাখবেন, মঙ্গলবার থেকে রবিবার ১০টা থেকে ৬টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। বন্ধ থাকে সোমবার।