ওয়েব ডেস্ক : অমরনাথ যাত্রা শুরু হবে আগামী ২৯ জুন। আজ অর্থাৎ ১৫ এপ্রিল থেকে শুরু হবে নাম রেজিস্ট্রেশন বা নিবন্ধনের প্রক্রিয়া। সূত্রের খবর, আসন্ন অমরনাথ যাত্রার সময়সূচী প্রকাশ করেছে শ্রীঅমরনাথ শ্রাইন বোর্ড (এসএএসবি)। ওই সময়সূচী অনুসারে, পবিত্র অমরনাথ যাত্রা শুরু হবে ২৯ জুন। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তীর্থযাত্রীদের জন্য আজ থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হবে৷ এই প্রাথমিক নিবন্ধনটি তীর্থযাত্রীদের স্বছন্দ ও সুরক্ষিত তীর্থযাত্রার জন্য এই নিবন্ধন জরুরি। অমরনাথ যাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অমরনাথ যাত্রা অ্যাপের সাহায্য নিতে পারেন। উল্লেখ্য, শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে মনোরম লাদার উপত্যকায় অবস্থিত অমরনাথের পবিত্র গুহা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র। এটি একটি শৈব তীর্থক্ষেত্র। এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান। পাহাড়ে ঘেরা এই গুহা। আর বছরের বেশিরভাগ সময়ে পাহাড়গুলো সাদা বরফে ঢাকা থাকে। বরফে ঢাকা থাকে গুহার প্রবেশপথও। খুব অল্প সময়ের জন্য এই প্রবেশপথ ঢোকার উপযোগী হয়। লাখ লাখ তীর্থযাত্রী তখন অমরনাথের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেন। অমরনাথের গুহায় চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকারের বরফ হয়। জুন-জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। জুলাই-আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময়ে শেষ হয়। জাতিধর্ম নির্বিশেষে লাখ লাখ মানুষ অমরনাথ যাত্রায় যোগ দেন।
প্রতিবছর অমরনাথ দর্শনের জন্য দুর্গম পথে অমরনাথ যাত্রায় যোগ দেয় লাখ লাখ তীর্থযাত্রী।কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সতর্ক নজরদারির মধ্যে অমরনাথ যাত্রা হয়। তীর্থযাত্রীরা দুটি স্বতন্ত্র পথের মধ্য দিয়ে এই পবিত্র যাত্রা শুরু করে। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পাহালগাম রুট এবং গান্দেরবাল জেলার ছোট রুট কিন্তু আরও চ্যালেঞ্জিং ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট। জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রস্তুতি চলছে। বিশেষত, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর কর্মীরা বর্তমানে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। তীর্থযাত্রার রুটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পার্বত্য অঞ্চলের মধ্যে তীর্থযাত্রীদের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য বলে খবর।
হিন্দু ক্যালেন্ডারের শুভ শ্রাবণ মাসের সঙ্গে মিল রেখে জুলাই এবং আগস্টে অনুষ্ঠিত ‘শ্রাবণী মেলা’র সময় অমরনাথে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। অমরনাথ গুহা যাওয়ার উপযোগী এই সময়ে তীর্থযাত্রীরা গভীর বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে পার্বত্য পথে কঠিন যাত্রা শুরু করেন। নির্মল হিমালয়ের মধ্যে থাকা এই পবিত্র স্থানে আশীর্বাদ পেতে ছুটে যান তাঁরা। আপনি অমরনাথ যাত্রায় অংশ নিতে ইচ্ছুক হলে এখনই অমরনাথ যাত্রা অ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন।