ওয়েব ডেস্ক : ফের খুলছে লিপুলেখ গিরিপথ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই গিরিপথ তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে খবর। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ১৮,৩০০ ফুট উঁচু পুরোনো লিপুলেখ গিরিপথ থেকে তিব্বতের পবিত্র কৈলাস শিখর দেখতে পারবেন তীর্থযাত্রীরা এবং পর্যটকরা। পুরোনো লিপুলেখ গিরিপথটি পিথোরাগড় জেলার ব্যাস উপত্যকায় অবস্থিত।
পিথোরাগড় জেলা পর্যটন আধিকারিক কীর্তি চন্দ্র আর্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য এই গিরিপথটি খোলা হবে। ওইদিন থেকে তীর্থযাত্রীরা বা পর্যটকরা ধারচুলা থেকে লিপুলেখ পর্যন্ত তাদের যানবাহনে ভ্রমণ করতে পারবেন। আর্য আরও জানান, সেখান থেকে তীর্থযাত্রীদের বা পর্যটকদের পায়ে হেঁটে প্রায় ৮০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এরপর তারা কৈলাস শিখর দেখতে পারবেন।
প্রসঙ্গত, কোভিড – ১৯ মহামারী ছড়িয়ে পড়ার পরে ২০১৯ সালে লিপুলেখ গিরিপথ দিয়ে কৈলাস-মানসরোবর যাত্রা বন্ধ করে দেওয়া হয়। এখনও চীন রুট খুলে দেয়নি। ফলে পর্যটকরা এবং তীর্থযাত্রীরা এখন কোনও ঝামেলা ছাড়াই ভারতীয় ভূখণ্ডের মধ্যে থেকে কৈলাস শিখর এবং ওম পর্বত উভয়ই দেখতে পারবেন বলে জানান কীর্তি চন্দ্র আর্য।
উল্লেখ্য, গত ২২ জুন উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ এবং তাঁর স্ত্রী অমৃতা রাওয়াত পুরোনো লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস শিখর দর্শন করেন।
জানা গিয়েছে যে, সাধারণ পর্যটন শিল্পের বিকাশে পুরোনো লিপুলেখ গিরিপথ খোলার জন্য উত্তরাখণ্ড পর্যটন বিভাগকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। পিথোরাগড় জেলা ম্যাজিস্ট্রেট রীনা জোশী জানান, তীর্থযাত্রী এবং পর্যটকদের নিরাপদ এবং ঝামেলামুক্ত পর্যটনের সুবিধার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা এসওপি তৈরি করছে পর্যটন বিভাগ। উল্লেখ্য, হিমালয়ে অবস্থিত লিপুলেখ গিরিপথ ভারতের উত্তরাখণ্ডকে তিব্বত এবং নেপালের সঙ্গে সংযুক্ত করেছে।