Thursday, March 20, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelপাহাড় প্রেমী পর্যটকদের জন্য সুখবর, সিমলায় নির্মিত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোপওয়ে

পাহাড় প্রেমী পর্যটকদের জন্য সুখবর, সিমলায় নির্মিত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোপওয়ে

Spread the love

ওয়েব ডেস্ক : পাহাড় প্রেমী পর্যটকদের জন্য সুখবর। হিমাচল প্রদেশের সিমলায় নির্মিত হতে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোপওয়ে প্রকল্প। উল্লেখ্য, প্রথম দীর্ঘতম রোপওয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার বলিভিয়ায়। এই রোপওয়েটি ৩২ কিলোমিটার দীর্ঘ। সিমলায় রোপওয়ে নির্মাণের উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই রোপওয়ে প্রকল্প শুরু হওয়ার কথা ২০২৫ সালের মার্চ মাসে। নির্মাণের দায়িত্বে রয়েছে র‌্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আরটিডিসি)। জানা গিয়েছে, সিমলা শহরের যানজট কমানোর পাশাপাশি পাহাড়ে পর্যটকদের স্বচ্ছন্দে ভ্রমণ পরিষেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
অন্যদিকে, প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি করা হয়েছে।

সূত্রের খবর, পার্বত্য শহর সিমলার এই নয়া রোপওয়ে প্রকল্পটি ১৩.৭৯ কিলোমিটার দীর্ঘ হবে এবং এরজন্য খরচ হবে ১৭৩৪.৭০ কোটি টাকা। এটিতে একটি টার্নিং স্টেশন-সহ ১৩টি বোর্ডিং এবং ডি-বোর্ডিং স্টেশন থাকবে৷ সিমলার বাসিন্দা এবং পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে একটি বিকল্প সুযোগ তৈরি করবে এই রোপওয়ে প্রকল্প। জানা গিয়েছে, প্রকল্প ব্যয়ের ২০ শতাংশ অর্থাৎ প্রায় ৩৪৬.৯৪ কোটি টাকা দেবে হিমাচল প্রদেশ সরকার। আর বাকি ৮০ শতাংশ ঋণ নেওয়া হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে।
প্রাথমিক পর্যায়ে এই রোপওয়ের মাধ্যমে প্রতি ঘন্টায় ২০০০ যাত্রী যাতায়াত করবে। ২০৫৯ সালের মধ্যে যাতায়াতের ক্ষমতা ৬০০০ যাত্রীতে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। পরিবেশ বান্ধব উপায়ে সিমলার পরিবহণ পরিকাঠামো উন্নত করাও এর লক্ষ্য বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে প্রায় ২০টি রোপওয়ে রয়েছে। বিশ্বের দীর্ঘতম রোপওয়ে (৩২ কিলোমিটার) রয়েছে দক্ষিণ আমেরিকার বলিভিয়ায়। আর সারা বিশ্বে রয়েছে প্রায় ২৫ হাজার রোপওয়ে। আশা করা হচ্ছে, সিমলার এই রোপওয়ে প্রকল্পে ২৫০টি প্রত্যক্ষ চাকরি এবং ২০ হাজারেরও বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর তা স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই রোপওয়ে প্রকল্পে ১৩টি বোর্ডিং স্টেশন থাকবে। এগুলো হলো তারাদেবী, জুডিশিয়াল কমপ্লেক্স, চক্কর, টুটিকান্দি, নিউ আইএসবিটি, রেলওয়ে স্টেশন এবং অন্যান্য। সংবাদ মাধ্যমকে মুখ্য সংসদীয় সচিব সুন্দর সিং ঠাকুর জানিয়েছেন যে, এই রোপওয়ে প্রকল্প সিমলায় যানজট কমিয়ে দেবে এবং শহরের পরিবহণ উন্নয়নে একটি মাইলফলক হবে বলে তাঁরা আশা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »