Sunday, April 27, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelCultureপর্যটক টানতে শিশুদের জন্য ১০ দিনের নাট্য উৎসবের আয়োজন করছে দিল্লি পর্যটন...

পর্যটক টানতে শিশুদের জন্য ১০ দিনের নাট্য উৎসবের আয়োজন করছে দিল্লি পর্যটন দফতর

Spread the love

ওয়েব ডেস্ক : শিশুদের জন্য ১০ দিনের নাট্য উৎসবের আয়োজন করেছে দিল্লি পর্যটন দফতর। সহযোগিতায় রয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এই নাট্য উৎসবে দিল্লি ছাড়াও সারা দেশের শিশুদের অভিনয় এবং নাটক শেখার সুযোগ রয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ জুন রাজঘাটের কাছে গান্ধী স্মৃতি এবং দর্শন সমিতিতে শিশুদের জন্য নাট্য উৎসব শুরু হবে। চলবে ২৫ জুন পর্যন্ত। ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুরা এই উৎসবে যোগ দিতে পারবে। পেশাদারদের কাছ থেকে নাটক বিষয়ে পাঠ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে নাট্য কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে শিশুরা। গরমের ছুটির সুযোগকে ব্যবহার করে এই উৎসবকে সামনে রেখে দেশের রাজধানী শহরে পর্যটনকে বাড়িয়ে তুলতে চায় দিল্লি পর্যটন দফতর। ১০দিন ব্যাপী উৎসবের অংশ হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ছয়টি শিশু নাটকও প্রদর্শিত হবে বলে খবর। প্রসঙ্গত, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অভিনয়, মঞ্চকলা এবং নাটক বিষয়ক আরও অনেক কিছুতে প্রশিক্ষণ দেয়।
         

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »