Thursday, March 20, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelFestivals২৭ সেপ্টেম্বর শুরু ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’

২৭ সেপ্টেম্বর শুরু ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’

Spread the love

ওয়েব ডেস্ক ঃ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল। ৪ দিন ধরে চলবে এই উৎসব। আয়োজক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বাংলাদেশ ফেস্টিভ্যালে ভ্রমণ ও পর্যটন সংস্থার স্টল ছাড়াও থাকবে কারুশিল্প ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রতিদিন বেলা ১১টায় এই ফেস্টিভ্যাল শুরু হবে। আর রাত ১১টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা এতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। ৪ দিনের উৎসবে এয়ারলাইনস, হোটেল-রিসোর্ট, বিনোদন পার্ক, পর্যটকবাহী নৌযান, ট্রাভেল এজেন্ট ও ভ্রমণ সংস্থার স্টল থাকবে। এইসব সংস্থা তাদের পণ্য ও পরিষেবা্র ক্ষেত্রে দর্শনার্থীদের বিশেষ ছাড় দেবে। এছাড়াও এই উৎসবে যোগ দিলে প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি ও পর্যটন সম্পদ সম্পর্কেও দর্শনার্থীরা জানতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলার পর্যটনকেন্দ্র বিষয়ে আলোকচিত্র প্রদর্শনী থাকবে। এবার এই ফেস্টভ্যালের থিম ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ। ফলে চা-পর্যটন, পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, পরিবহণ, পর্যটনে বিনিয়োগ সম্ভাবনা, পর্যটন খাতে মানবসম্পদ উন্নয়ন, পর্যটনশিল্পে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে সেমিনারও অনুষ্ঠিত হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে গম্ভীরা, গাজীর পট, পথনাট্য, বাউল গান ও পুঁথিপাঠের আসর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »