Saturday, April 26, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelReligiousঅযোধ্যায় ভগবান রামের মূর্তির জন্য ৮ ফুট উঁচু সোনার প্রলেপ দেওয়া মার্বেল...

অযোধ্যায় ভগবান রামের মূর্তির জন্য ৮ ফুট উঁচু সোনার প্রলেপ দেওয়া মার্বেল সিংহাসন/8 feet high gold plated marble throne for Lord Ram idol in Ayodhya

Spread the love

ওয়েব ডেস্ক : শীঘ্রই অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের মূর্তির জন্য একটি ৮ ফুট লম্বা সোনার প্রলেপযুক্ত মার্বেল সিংহাসন বসানো হবে। সূত্রের খবর, রাজস্থানের কারিগররা সিংহাসনটি তৈরি করছেন। এই সিংহাসন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অযোধ্যায় চলে আসবে। মন্দিরের গর্ভগৃহে ওই মার্বেলের সিংহাসন বসবে। একটি জাতীয় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র। তিনি জানান, রামমন্দিরের গর্ভগৃহে যে সিংহাসন রাখা হবে, তা হবে ৮ ফুট উঁচু, ৩ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া। ভক্তরা মন্দিরের জন্য প্রচুর পরিমাণে সোনা এবং রূপোর সামগ্রী দান করেছেন উল্লেখ করে তিনি আরও জানান, এইসব সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং ইট। দান করা জিনিসগুলিকে নিরাপদে রাখতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এগুলোকে গলিয়ে একটি শক্ত ব্লকে সুরক্ষিত রাখা হবে। আর এই কাজটি একটি স্বনামধন্য সংস্থার নির্দেশনায় করা হবে।

অনিল মিশ্র আরও জানান, মন্দির নির্মাণের কাজ বেড়েছে, শ্রমিকের সংখ্যাও বেড়েছে। রাম মন্দিরের নিচতলার কাজ শেষ করার সময়সীমা ১৫ ডিসেম্বর।
এখনও পর্যন্ত প্রথমতলের কাজ ৮০ শতাংশ কাজ হয়েছে। গর্ভগৃহ নির্মাণ এবং পরিক্রমা মার্গের মেঝে তৈরির কাজও সম্পন্ন হয়েছে। বর্তমানে গৃহমন্ডপের মেঝেতে মার্বেল বিছানোর কাজ চলছে। সিঁড়ির পাশাপাশি অন্যান্য জায়গাতেও মেঝের কাজ চলছে।
অন্যদিকে, ৩টি তলের ছাদের কাজও সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা গ্যাজেট বসানো হয়েছে। রামমন্দিরের বাইরের দেয়ালের প্রবেশ ফটকের কাজও শেষ পর্যায়ে। এর সময়সীমা নভেম্বর মাস। এদিকে প্রথমতলে মোট ১৯টি পিলারের মধ্যে ১৭টিও স্থাপন করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৪ সালের ২২ জানুয়ারি একটি ঐতিহাসিক অনুষ্ঠানে রামন্দিরে ভগবান রামের মূর্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি.

Web Desk : An 8-feet long gold-plated marble throne for Lord Rama’s idol will soon be installed in Ayodhya’s Ram Temple. According to sources, artisans from Rajasthan are making the throne. This throne will come to Ayodhya by December 15. The marble throne will sit in the sanctum sanctorum of the temple. Anil Mishra, member of Sriram Janmabhoomi Tirthkshetra Trust, told a national news media. He said that the throne that will be placed in the sanctum sanctorum of Ram Mandir will be 8 feet high, 3 feet long and 4 feet wide. Devotees have donated a large amount of gold and silver items for the temple, he said, adding that these items include gold and silver coins and bricks. Many problems are faced in keeping the donated items safe. So they will be melted down and secured in a solid block. And this work will be done under the guidance of a reputed organization.

Anil Mishra also said that the temple construction work has increased, the number of workers has also increased. The deadline for the completion of the ground floor of the Ram temple is December 15.
So far, 80 percent of the preliminary work has been completed. The construction of the sanctum sanctorum and the flooring of the Parikrama Marg have also been completed. At present, the work of laying marble on the floor of the house is going on. Apart from the stairs, flooring work is also going on in other areas.
On the other hand, 3-storey roof work has also been completed and security gadgets have been installed. The work of the entrance gate of the outer wall of the Ram Mandir is also in the final stage. The deadline is November. Meanwhile, 17 of the total 19 pillars have been installed in the first phase. It has been reported that Prime Minister Narendra Modi will install the idol of Lord Ram in Ramandir in a historic ceremony on January 22, 2024.

#indianpolitics #hindugods #ayodhyarammandir #rambhakt #instagram #bhagwarang #ramayana #shriram #rammandirayodhya #mandir #hindufestival #hindustanibhau #uttarpradesh #maharashtra #bholenath #hindutemple #hindi #shreeram #indian #bajrangbali #love #krishna #bharatmatakijai #mahakal #hind #ramayan #rahulgandhi #hanumanji #modiji #lordrama

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »