ওয়েব ডেস্ক: আগামী ১০ নভেম্বর,২০২৩ থেকে ১০ মে, ২০২৪ পর্যন্ত ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন ভারতীয়রা।পাশাপাশি ৩০ দিন পর্যন্ত সেখানে থাকতেও পারবেন। আরও বেশি পর্যটক টানার লক্ষ্যে ভারতীয় এবং তাইওয়ানের নাগরিকদের জন্য এই ঘোষণা করেছে থাই পর্যটন কর্তৃপক্ষ। মঙ্গলবার একটি জাতীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে চীনা নাগরিকদের জন্য ভিসা ছাড়া পর্যটনের সুবিধা চালু করেছে এই দেশ। বিদেশ ভ্রমণে আগ্রহী ভারতীয় পর্যটকদের কাছে এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সুখবর। উল্লেখ্য, ৩১ মার্চ,২০২৪ পর্যন্ত একটি পাইলট প্রকল্পের অংশ হিসাবে ভারত, চীন এবং রাশিয়া-সহ ৭টি দেশের পর্যটকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, থাইল্যান্ডের পর্যটন শিল্পের বাজারের ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম উৎস ভারত।জানা গিয়েছে, বিদেশ ভ্রমণকারী ভারতীয়দের সংখ্যা ক্রমবর্ধমান। ২০১১ সালে ছিল ১.৪ কোটি।২০১৯ সালে বেড়ে হয় ২.৭ কোটি৷ এরপর করোনার সময়ে ভ্রমণে নিষেধাজ্ঞায় এই সংখ্যা কমে গেলেও ২০২২ সালে বেড়ে ২.১ কোটিতে পৌঁছেছে৷
১০ নভেম্বর থেকে ১০ মে পর্যন্ত ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা
১০ নভেম্বর থেকে ১০ মে পর্যন্ত ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা