ওয়েব ডেস্ক : হাতে মাত্র ৪ দিন সময় নিয়ে ঘুরে আসুন পুরুলিয়ায়। কি নেই পুরুলিয়ায়! একাধিক পাহাড়, অরণ্য, ঝর্না, সরোবর, মন্দির, দুর্গ, বাঁধ, পশু-পাখি ও সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই।
অপার প্রাকৃতিক সৌন্দর্যে ধুয়েমুছে যাবে দৈনন্দিন জীবনের যাবতীয় ক্লান্তি। একঘেয়েমি থেকে মাত্র ক’দিনের মুক্তিতে যে আনন্দ উপভোগ করবেন, তাতে ফের আপনাকে আসতে হবে পুরুলিয়ায়। প্রকৃতির এই অপরুপ শোভায় বারবার নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করবে। যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তবে তো কথাই নেই। ভিন্ন এক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্তে অবস্থিত পুরুলিয়ায় দেখার জন্য বেশ কিছু চমৎকার জায়গা আছে। বিশেষ করে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন এবং দর্শনীয় স্থান দেখতে পছন্দ করেন তবে এইসব চমৎকার জায়গা আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই। মন আবার এইসব জায়গায় ফিরে আসতে চাইবে।
কি দেখবেন
প্রথম দিন দেখে নিন লহরিয়া শিব মন্দির, কেষ্টবাজার ড্যাম, ল্যোয়ার ড্যাম, আপার ড্যাম, ময়ূর পাহাড়, অযোধ্যা পাহাড়( Hilltop), চির জ্বলন্ত দ্বীপশিখা দুর্গা মন্দির, অযোধ্যা রাম মন্দির, সীতাকুণ্ড (বুগবুগি দাঁড়ি), শিকার উৎসব ময়দান, মুরগুমা ড্যাম, উকামবুরু ভিউ পয়েন্ট(Suicide Point), মার্বেল লেক(পাথর খাদান), বামনী ফলস্ এবং ঠুড়গা ফলস্।
দ্বিতীয় দিনে দেখুন পঁপড়কোচা ড্যাম (পারডি ড্যাম), গোর্গাবুরু, মুররাবুরু (পাখি পাহাড়), মাঠা পাহাড়, মাঠা বনাঞ্চল, ঠুড়গা ড্যাম, চিপড়িংবুরু ভিউ পয়েন্ট, চড়িদা ছৌ মুখোশ গ্রাম, খয়রাবেড়া ড্যাম (Sunset Point) এবং চেমটোবুরু (Highest peak of Chotnagpur plateau)। তৃতীয় দিনে আপনার সফরসূচিতে রাখুন অফবিট পর্যটন এলাকাকে। যেমন – মাছকাঁদা ফলস্ (অফবিট), পিটিদিরি ফলস্ (অফবিট), ছলছলি ফলস্ (অফবিট), ঘাঘেশ্বরী ফলস্ (অফবিট), উশুলডুংরি (Sunrise Point) (অফবিট) এবং বাঁকাডহর(S-bend)। আর চতুর্থ দিনে দেখুন ডহরি খাল (কুমিরের হা) (অফবিট), ঘাঘকচা ফলস্ (অফবিট), বাড়েদি হদহদি (অফবিট) এবং মহাদেববেড়া ফলস্ (অফবিট)।
কোন সময়ে যাবেন
পুরুলিয়া ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে মার্চের মধ্যে। ওইসময় আবহাওয়া মনোরম হয় এবং তাপমাত্রা আরামদায়ক থাকে।
কিভাবে যাবেন
রেল পথ : কলকাতা, হাওড়া এবং বোকারো থেকে পুরুলিয়া রেলওয়ে স্টেশন (PRR) পর্যন্ত নিয়মিত ট্রেন রয়েছে।
আকাশ পথ : পুরুলিয়া থেকে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব ৩০০ কিলোমিটার।
সড়ক পথ : পুরুলিয়া থেকে রাঁচির দূরত্ব ১২২ কিলোমিটার, জামশেদপুরের দূরত্ব ৮০ কিলোমিটার, ধানবাদের দূরত্ব ৬০ কিলোমিটার এবং কলকাতার দূরত্ব ৩০০ কিলোমিটার।
যেকোনও সাহায্যের জন্য বা পর্যটন পরিষেবা পেতে কথা বলুন এই (9593868666) নাম্বারে। এছাড়াও চেমটাবুরু, মাঠাবুরু ও চিপড়িংবুরু ট্রেকিং করতে আগ্রহীদের গাইড করা হয়