Thursday, March 20, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelশহুরে কোলাহলের বাইরে দুদিন বিশ্রাম নিতে চলুন পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে/Let's go...

শহুরে কোলাহলের বাইরে দুদিন বিশ্রাম নিতে চলুন পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে/Let’s go to the quiet wooded bird sanctuary in the east to relax for two days away from the urban noise

Spread the love

 

ওয়েব ডেস্ক : শহুরে কোলাহলের বাইরে দুদিন বিশ্রাম নিতে চলুন পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে। গঙ্গা থেকে প্রকৃতির অনবদ্য সৃষ্টি এক অক্সবো লেক বা অশ্বখুরাকৃতি জলাশয় ঘিরে পাখির এই নিরাপদ আবাস গড়ে উঠেছে। গাছগাছালিতে ঢাকা সবুজ পরিবেশে এসে নানা ধরনের পাখি দেখুন। তাদের ডাক, তাদের গান শুনুন, স্বছ জলে ভেসে বেড়ান।নিজেকে পাখির মতো মুক্ত স্বাধীন করে ফেলুন, মন ভরে যাবে। পাখিদের নিরাপদ এই আবাসে বছরে ১৩০টিরও বেশি প্রজাতির স্থানীয় পাখি দেখা যায়। আলেকজান্দ্রিন প্যারাকিট, অ্যাশ প্রিনিয়া, অ্যাশই উডসওয়ালো, এশিয়ান কোয়েল, এশিয়ান ওপেনবিল, এশিয়ান পাম সুইফট, এশিয়ান পাইড স্টার্লিং, ব্যাঙ্ক মায়না, বার্ন আউল, ব্যারেড বাটন, বাটনবাঙ্কাঙ্ক, ব্যারেড বাটন বাজপাখি, কমন ইওরা, কমন কিংফিশার, কমন ময়না, কমন টেইলরবার্ড, কমন/ইউরেশিয়ান হুপো, কপারস্মিথ বারবেট, রেড-ভেন্টেড বুলবুল, রেড-ওয়াটলড ল্যাপউইং, রেড-হুইস্কারড বুলবুল, উললি নেকড স্টর্ক, ইয়েলো ব্লেউইলেডলি, ইয়েলো ব্লেডওয়ালি, হলুদ পায়ের সবুজ কবুতর-সহ ১৩০টিরও বেশি পাখির আনাগোনা হয় এখানে। অন্যদিকে, এই পাখিরালয়ে ৯০টিরও বেশি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়। বেলনস ক্রেক, বার-হেডেড গুজ, বার্ন সোয়ালো, বাইয়্যাক-টেইলড গডভিট, ব্বিউয়েটথ্রোট, ব্লাক্স-নেপড অরিওল, ব্লাক রেডস্টার্ট, কালো-ডানাযুক্ত কুকুশ্রাইক, কমন টার্ন, কার্লিউ স্যান্ডপাইপার, ডানলিন, ডাস্কি ওয়ার্ব্লার, ইউরোশিয়ান স্পুনবিল, ইউরোশিয়ান উইগিয়ন, ইউরোশেয়ান রিনেক, ইউরেশিয়ান/ওয়েস্টার্ন মার্শ হ্যারিয়ার, ইন্ডিয়ান গোল্ডেন অরিওল, ইন্দোচাইনিজ রোলার, নর্দার্ন পিনটেইল, নর্দার্ন শোভেলার, রেড-ক্রেস্টেড পোচার্ড, রেড-নেপড আইবিস, রেড-রাম্পড সোয়ালো, রিচার্ডস পিপিট, রোসি পিপিট, রুডি শেলডাক-সহ নানা বৈচিত্রের পরিযায়ী পাখি দেখার সুযোগ পেতে এখানে আসতে ভুলবেন না। বিভিন্ন প্রজাতির পরিযায়ী ও স্থানীয় পাখির ডাক দেখার আর শোনার সুযোগ আপনাকে আনন্দ দেবেই। মাঝিদের সঙ্গে যোগাযোগ করে ভেসে বেড়ান। তাঁরা গাইডের মতো বিভিন্ন প্রজাতি্র পাখি দেখতে সাহায্য করবে।
চুপি কাষ্ঠশালী পাখিরালয়,পূর্বস্থলী, পশ্চিমবঙ্গ ৭৪১৩০২। খোলার সময়: সকাল ৬টা – সন্ধ্যা ৬টা (প্রতিদিন)। প্রবেশ মূল্য: প্রতি ঘন্টা ১৫০ টাকা। কিভাবে যাবেন : ব্যান্ডেল কাটোয়া সেকশনে পুর্বস্থলী রেলস্টেশনে আসুন। টোটোতে মিনিট দশেক লাগবে। পৌঁছে যাবেন পাখিরালয়।

Web Desk: Let’s go to rest for two days outside the urban noise in the quiet wooded bird sanctuary in the east. This safe abode of birds is built around an oxbow lake or a horseshoe-shaped water body created by nature from the Ganges. Come and see different types of birds in the green environment covered with trees. Hear their call, their song, float on the clear water. Set yourself free like a bird, your mind will be filled. Over 130 species of native birds are seen annually in this bird-safe habitat. Alexandrine Parakeet, Ash Prinea, Ashy Woodswallow, Asian Quail, Asian Openbill, Asian Palm Swift, Asian Pied Stirling, Bank Myna, Barn Owl, Barred Button, Buttonbankunk, Barred Button Hawk, Common Eura, Common Kingfisher, Common Myna, Common Tailorbird, More than 130 species of birds including Common/Eurasian Hoopoe, Coppersmith’s Barbet, Red-vented Bulbul, Red-wattled Lapwing, Red-whiskered Bulbul, Woolly-necked Stork, Yellow Blewlidley, Yellow-bladed Walleye, Yellow-footed Green Pigeon are frequented here. On the other hand, more than 90 different species of migratory birds can be seen in this aviary. Ballon’s Crake, Bar-headed Goose, Burnt Swallow, Baiack-tailed Godwit, Bubweetthroat, Black-naped Oriole, Black Redstart, Black-winged Cuckoo Shrike, Common Tern, Curlew Sandpiper, Dunlin, Dusky Warbler, Eurasian Spoonbill, Eurasian Wigeon, Eurasian Wren , Eurasian/Western Marsh Harrier, Indian Golden Oriole, Indochinese Roller, Northern Pintail, Northern Shoveler, Red-crested Pochard, Red-naped Ibis, Red-rumped Swallow, Richard’s Pipit, Rosy Pipit, Ruddy Shelduck, etc. Don’t forget to come here to get a chance. You will be delighted to see and hear the calls of various species of migratory and local birds. Communicate with sailors and float. They will help you see different species of birds like a guide.
Chupi Kasthashali Pakhiralaya, Purbasthali, West Bengal 741302. Opening Hours: 6 AM – 6 PM (Daily). Entry fee: Rs 150 per hour. How to go : Come to Purvasthali railway station in Bandel Katwa section. Toto will take ten minutes. Reach Bird Sanctuary.

#birds ,Common,Eurasian#Hoopoe,Coppersmith’s Barbet#Red-vented Bulbul#Red-wattled Lapwing#Red-whiskered Bulbul#Woolly-necked Stork#Yellow Blewlidley#Yellow-bladed Walleye#Yellow-footed#Green Pigeon#Ballon’s Crake#Bar-headed Goose#Burnt Swallow#Baiack-tailed Godwit#Bubweetthroat#Black-naped Oriole#Black Redstart#Black-winged Cuckoo Shrike#Common Tern#Curlew Sandpiper#Dunlin#Dusky Warbler#Eurasian Spoonbill#Eurasian Wigeon#Eurasian Wren#Eurasian/Western Marsh Harrier#Indian Golden Oriole#Indochinese Roller#Northern Pintail#Northern Shoveler#Red-crested Pochard#Red-naped Ibis#Red-rumped Swallow#Richard’s Pipit#Rosy Pipit#Ruddy Shelduck#birds #bird #nature #birdsofinstagram #wildlife #birdphotography #naturephotography #wildlifephotography #photography #birdwatching #birdlovers #animals #best #birding #of #ig #captures #naturelovers #perfection #love #canon #birdstagram #photooftheday #aves #parrots #nikon #art #instagram #birdlife #brilliance

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »