ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নটগ্রাম মৌজায় একটি পুকুর কাটার কাজের সময়ে মিলেছে একটি বিষ্ণু মূর্তি। এরপর এক শ্রমিক ঝন্টু দে ওই মূর্তিটি নিজের বাড়িতে নিয়ে যান। জমির মালিক পরিবারের অন্যতম সদস্য কলাসিমের বাসিন্দা শঙ্কর ঘোষ জানান, গত ১২ ফেব্রুয়ারি তাঁদের পারিবারিক জমিতে ওই পুকুর খননের কাজ চলছিল। বেলা ১২টা থেকে ১টার মধ্যে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি পায় খননে নিযুক্ত শ্রমিকরা। যদিও ওইদিন বিকেলে এই খবর জানতে পারেন তিনি। শঙ্কর ঘোষের পরিবারের অভিযোগ, সেই মূর্তিটি শ্রমিকদের প্রধান ঝন্টু দে তাঁদের কিছু না জানিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। ঝন্টু থাকেন নটগ্রামের অম্বুলায়। তাঁর বাবার নাম সুশীল দে। জানা গিয়েছে, মূর্তিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিত্য পুজো করছেন ঝন্টু। অন্যদিকে, ওই মূর্তিটিকে তাঁদের কলাসিম গ্রামের মন্দিরে প্রতিষ্ঠিত করতে চান শঙ্কর ঘোষের পরিবারের সদস্যরা। তাই ওই বিষ্ণু মূর্তির দাবিতে ঘোষ পরিবারের তরফে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হয়। কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।
এদিকে প্রাচীন এই মূর্তি প্রশাসনিক উদাসীনতায় হতাশ ইতিহাস অনুসন্ধিৎসুদের একাংশ। তাঁদের অনুমান, ওই বিষ্ণু মূর্তিটি কষ্টিপাথরের। আর মূর্তিটি প্রায় ৮৮০ থেকে ১২০০ শতকের মধ্যে নির্মিত।সুপ্রাচীন এই মূর্তিটি ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ উপাদান বলেও তারা মনে করেন। ফলে এই মূর্তিটির মিউজিয়ামে স্থান পাওয়া উচিত বলেও মত তাঁদের। অভিযোগ, মূর্তি পাওয়ার খবর জানতে পারলেও তা নিয়ে স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপ করেনি।ফলে বেশ কয়েকজন ইতিহাস অনুসন্ধিৎসু যুবক বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে খবর। পাশাপাশি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআইকেও এই মূর্তি পাওয়ার খবর জানাবেন তাঁরা এবং এনিয়ে যথাযথ পদক্ষেপ করার জন্য আবেদন করবেন।
Web Desk: A Vishnu idol was found during the work of cutting a pond in Natgram Mauza of Dharmapur village panchayat area of Gaighata in North 24 Parganas district. Then a laborer, Jhantu De, took the idol to his home. Shankar Ghosh, a resident of Kalasim, one of the members of the land owning family, said that on February 12, the work of digging the pond was going on in their family land. An ancient Vishnu idol was found by the excavation workers between 12 noon and 1 am. Although he got to know this news that afternoon. According to Shankar Ghosh’s family, the statue was taken to his house by the labor leader Jhontu Dey without informing them. Jhantu lives in Ambula, Notgram. His father’s name is Sushil Dey. It is known that Jhantu is cleaning the idol regularly. On the other hand, Shankar Ghosh’s family members want to install the statue in their Kalasim village temple. Therefore, the Ghosh family complained to various levels of administration on the demand of that Vishnu idol. But no action was taken by the administration.
Meanwhile, a section of historians are disappointed with the administrative indifference of this ancient statue. Their assumption is that the Vishnu statue is made of hard stone. And the statue was built between 880 and 1200 century. They also think that this very ancient statue is an important element of history. As a result, they also think that this statue should have a place in the museum. Allegedly, the local administration did not take any action on the matter even after knowing the news of getting the statue. As a result, it is reported that several young people who are interested in history will approach the district administration about the matter. Also, they will inform the Archaeological Survey of India or ASI about the discovery of the statue and request them to take appropriate action.
#india#bengal#800bc#old#kalasim#flavour#flavourofbengal #murthy #episode #india #worship #love #winnermindsetseriesbyvijimurthy #winnermindset #viji #emotionalstrength #emotional #lockdowndays #virus #vijimurthy #sunday #lockdown #life #tea #avkanaturalsbyvijimurthy #winner #gogreen #positive #coffee #sunset #optimist #lovelife #thanks #gonatural #sarpam #spiritual #cultural