ওয়েব ডেস্ক : নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান এখন থেকে ৩১ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে। এই আইকনিক বাগানের সৌন্দর্য উপভোগ করতে হলে এখনই সেরা সময়।মূলত মুঘল গার্ডেন নামে পরিচিত অমৃত উদ্যান হলো ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের এক উল্লেখযোগ্য নিদর্শন।শহুরে জীবনের কোলাহল ও ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার এক আদর্শ জায়গা এই উদ্যান। ১৯১৯ সালে এই উদ্যান উদ্বোধনের পর থেকে দিল্লিতে উদ্যানতত্ত্বের উৎকর্ষের প্রতীকে বিকশিত হয়েছে অমৃত উদ্যান। পর্যটকদেরও আকৃষ্ট করে এই উদ্যান। আজ ২ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত জনসাধারণের অমৃত উদ্যান সর্বসাধারণের জন্য খোলা থাকবে। দর্শকরা মনোরম পরিবেশে ঘুরে দেখতে পারবেন ২২৫ বছরের পুরনো শীশম গাছ, বাল ভাটিকা, ১৮ জাতের ৪২ হাজার টিউলিপ, ফ্লোরাল ক্লক, বনসাই গার্ডেন, মিউজিক্যাল ফাউন্টেন, সেন্ট্রাল লন, লং গার্ডেন, ছোট নারাঙ্গি এবং ঝুলন্ত বাগান, বৃত্তাকার বাগান, ভার্টিক্যাল গার্ডেন, ট্রে গার্ডেন, হুইলবারোর বাগান, জেন গার্ডেন, ম্যাজেস্টিক বেনিয়াস এবং ফুড কোর্ট।
অমৃত উদ্যানে দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। যদিও একটি স্লট সুরক্ষিত করার জন্য অনলাইন নিবন্ধন জরুরি। এছাড়াও ওয়াক-ইন দর্শনার্থীরা এন্ট্রি গেট নং ৩৫-এর কাছে সেলফ-সার্ভিস কিয়স্ক থেকেও প্রবেশের পাস পেতে পারেন। এই বোটানিক্যাল ওয়ান্ডারল্যান্ডে নিশ্চিন্তে ঢোকার এটাও এক সহজ পথ। অমৃত উদ্যান সোমবার ছাড়া সব দিন খোলা থাকে। এছাড়াও, সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে গেট নং ৩৫ পর্যন্ত শাটল বাস পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর। যদিও নিম্নলিখিত দিনগুলিতে বিশেষ ক্যাটাগরির জন্য এই উদ্যান খোলা থাকবে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। ২২ ফেব্রুয়ারি বিশেষভাবে সক্ষম এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, ২৩ ফেব্রুয়ারি প্রতিরক্ষা, আধাসামরিক এবং পুলিশ বাহিনীর কর্মীদের জন্য এবং ১ মার্চ মহিলা, আদিবাসী এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-এর জন্য এবং অনাথ শিশুদের জন্য ৫ মার্চ অমৃত উদ্যান খোলা থাকবে।