ওয়েব ডেস্ক : আগামী ৩০ এপ্রিল শুরু হবে চারধাম যাত্রা। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শনের জন্য তাই এখনই নাম নথিভুক্ত করুন। গত বছর থেকে চারধাম যাত্রায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে উত্তরাখণ্ড সরকার। আধার কার্ড বা পাসপোর্ট এবং অন্যান্য নথি-সহ অনলাইনে আবেদন করা যায়। উত্তরাখণ্ডের এই চারধাম যাত্রা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। গত ২০ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন৷ জানা গিয়েছে, প্রথম দিনেই নাম নথিভুক্ত করেছেন রেকর্ডসংখ্যক তীর্থযাত্রী। প্রথম দিনেই এক লাখ পয়ষট্টি হাজার দুশো বিরানব্বই জন ভক্ত তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন৷ গত বছরের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এবার। ওইদিন সকাল ৭টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়৷ শেষ হয় বিকেল ৫টা নাগাদ৷ প্রথম দিনেই দেড় লাখের বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য, গত বছর প্রথম দিন দেড় লাখ ভক্ত তাঁদের নাম নথিভুক্ত করেছিলেন৷ প্রথম দিনেই কেদারনাথ ধামের জন্য সর্বাধিক নাম নথিভুক্ত হয়েছে।……….
চারধাম তীর্থযাত্রার অর্থ চারটি পবিত্র মন্দির পরিদর্শন। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। জেনে রাখা দরকার যে, যমুনোত্রী মন্দিরে পৌঁছানোর জন্য, তীর্থযাত্রীদের জানকি চট্টি থেকে ৬ কিমি হেঁটে যেতে হয়। মন্দিরটি তেহরি গাড়োয়ালের মহারাজা প্রতাপ শাহ দ্বারা নির্মিত হয় এবং দেবী যমুনার উদ্দেশ্যে নিবেদিত। যমুনোত্রী দর্শনের পরে, পরবর্তী গন্তব্য হলো গঙ্গোত্রী। এই মন্দির গঙ্গা নদীর উদ্দেশ্যে নিবেদিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০৪৮ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি পবিত্র নদী গঙ্গার আরাধনায় আগ্রহী ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। কেদারনাথ মন্দির ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি। এটি ৩,৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত। চারধাম তীর্থযাত্রার এটি তৃতীয় গন্তব্য। হিমালয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই মন্দির। জনশ্রুতি, এই মন্দির মূলত পাণ্ডবরা তৈরি করেন। পরে এর পুনরুদ্ধার করেন আদি শঙ্করাচার্য। শেষ গন্তব্য হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বদ্রীনাথ মন্দির। মন্দিরে ৩.৩ মিটার লম্বা কালো পাথরের বদ্রীনারায়ণের মূর্তি রয়েছে এবং এটি বৈদিক যুগের। সংস্কার সত্ত্বেও, অভ্যন্তরীণ গর্ভগৃহটি অক্ষত রয়ে গেছে, এর পবিত্রতা বজায় রেখেছে।
সূত্রের খবর, এবছর চারধাম যাত্রার রেজিস্ট্রেশনের প্রথম দিনে যমুনোত্রী ধামের জন্য ৩০, ২২৪ জন, গঙ্গোত্রী ধামের জন্য ৩০, ৯৩৩ জন, কেদারনাথ ধামের জন্য ৫৩, ৫৭০ জন এবং বদ্রীনাথ ধামের জন্য ৪৯, ৩৮৫ জন নাম নথিভুক্ত করেছেন। চারধাম যাত্রা হল এক ধর্মীয় তীর্থযাত্রা। ভক্তরা উত্তরাখণ্ডের চার পবিত্র স্থান– দেবী যমুনার মন্দির যমুনোত্রী , দেবী গঙ্গার মন্দির গঙ্গোত্রী, ভগবান শিবের মন্দির কেদারনাথ এবং ভগবান বিষ্ণুর মন্দির বদ্রীনাথ ভ্রমণ করেন ৷প্রতি বছর গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রার মধ্য দিয়েই শুরু হয় চারধাম যাত্রা। তীর্থযাত্রীদের যাত্রা পথ আরও সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে উত্তরাখণ্ড সরকার। প্রথমবার আধার-ভিত্তিক রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। বেশিরভাগ রেজিস্ট্রেশন অনলাইন পোর্টালের মাধ্যমে করা হয়েছে। ১, ৬২, ১২৫ জন তীর্থযাত্রী ওয়েব পোর্টালের মাধ্যমে এবং ৩, ১৬৭ জন মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও, প্রথম দিনেই ১, ৭৫০টি ব্যক্তিগত যানবাহনও তীর্থযাত্রার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। উল্লেখ্য, চারধামের মধ্যে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম খুলবে ৩০ এপ্রিল, কেদারনাথ ধাম খুলবে ২ মে এবং বদ্রীনাথ ধাম খুলবে আগামী ৪ মে। উল্লেখ্য, registrationandtouristcare.uk.gov.in ওয়েবসাইটে অথবা ‘ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড’ মোবাইল অ্যাপের (iOS) মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তীর্থযাত্রীরা। সহায়তার জন্য একটি টোল-ফ্রি হেল্পলাইন নাম্বার ( 0135-1364) চালু করা হয়েছে ।