Thursday, March 20, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelশীতের আমেজ থাকতেই চলুন পাখিদের স্বর্গ গজলডোবায়/ While in the mood of...

শীতের আমেজ থাকতেই চলুন পাখিদের স্বর্গ গজলডোবায়/ While in the mood of winter, let’s go to the paradise of birds in Ghazaldoba

Spread the love

ওয়েব ডেস্ক : শীতের আমেজ গায়ে মেখে পাখিদের স্বর্গ গজলডোবা থেকে ঘুরে আসুন। কপাল ভালো থাকলে ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হিমালয়ের পাদদেশে জলপাইগুড়ি জেলার উডলাবাড়ি অঞ্চলের একটি ছোট্ট গ্রাম গজলডোবা। উত্তরবঙ্গের এই গ্রাম এখন পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শীতের ছুটিতে ঘুরে আসার জন্য অনেকেই বেছে নিচ্ছেন গজলডোবাকে। কারণ, প্রতিবছর শীতের সময়ে অগণিত পরিযায়ী পাখির সমাগম হয় গজলডোবায়। সামনে হিমালয়, তার নীচে নীল জলাধার এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গজলডোবা। এই গ্রামের পশ্চিমে মহানন্দা আর পূর্বে তিস্তা। চাষবাসের জন্য তিস্তার উপর বাঁধ দেওয়া হয়েছে এবং সেখান থেকে এই গজলডোবায় নীল জলাধার তৈরি হয়েছে। এখানে তিস্তা খুব শান্ত। এই গজলডোবার জলাধারেই প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে। এখানে এই সময়ে লিটল গ্রেব, গ্রেট ক্রেস্টেড গ্রেব, বার-হেডেড হংস, গ্রেলাগ গুজ, লেসার হুইসলিং হাঁস, রুড্ডি শেলডাক, কমন শেলডাক, কটন টিল, টাফটেড ডাক, ইউরোসিয়ান উইগইওন, স্পট বিলড ডাক, মাল্লার্ড, গ্রেট কর্মোরান্ট, ইন্ডিয়ান কর্মোরান্ট, লিটল কর্মোরান্ট, ইন্ডিয়ান পন্ড হেরন, গ্রে হেরন,পার্পেল হেরন, নর্দান ল্যাপউইং, রিভার ল্যাপউইং, গ্রে-হেডেড ল্যাপউইং, লিটল রিংড প্লোভার পাখি দেখা যায়। আর তা দেখতেই মূলত ভিড় করেন পর্যটকেরা। এখানে নৌকবিহারও বেশ জনপ্রিয়। তিস্তা নদীর উপর সেচের উদ্দেশ্যে তৈরি বাঁধের জন্য পর্যটকদের কাছে বিখ্যাত গজলডোবা। তিস্তা ও মহানন্দা নদী দিয়ে ঘেরা বৈকুন্ঠপুর ঘন অরণ্য সংলগ্ন গজলডোবা তার অপার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে তাই সহজেই পর্যটকদের হৃদয় কেড়ে নিয়েছে। বৈকুণ্ঠপুর অরণ্য নিয়ে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী এবং রানী রুকমণি লুকানোর জন্য বৈকুণ্ঠপুর অরণ্যকে বেছে নিয়েছিলেন।

তিস্তা জলাধার ছাড়াও মনোরম আবহাওয়ার কারণে গজলডোবা আপনার ভালো লাগবেই। আকাশ পরিষ্কার থাকলে আর কপাল ভালো থাকলে গজলডোবা থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা পাওয়া যায়। শান্ত পরিবেশে দু’দিন ছুটি কাটানোর জন্য আপনি অনায়াসে গজলডোবাকে বেছে নিতে পারেন। গজলডোবা থেকে গরুমারা জাতীয় উদ্যান খুব কাছে। মাত্র ২৬ কিলোমিটারের পথ। ফলে সেখান থেকেও খুব সহজেই ঘুরে আসতে পারেন। গজলডোবার চারপাশের প্রাণবন্ত প্রাকৃতিক সৌন্দর্য সারা বছরই উপভোগ করা যায়। তবে পরিযায়ী পাখি দেখার সাধ থাকলে আপনাকে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের মধ্যে গজলডোবায় যেতে হবে।
এরমধ্যেই গজলডোবায় ২০০ একর জায়গা নিয়ে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। রাজ্য পর্যটন দফতর আগামী দিনে গজলডোবাকে উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এমনই নানা পদক্ষেপ করতে চলেছে। যার ফলে থাকার জায়গার খুব একটা অভাব হবে না এখানে।
গজলডোবা যাওয়ার সেরা সময় হল শীতকাল। নভেম্বর থেকে মার্চের মধ্যে গজলডোবা যেতে পারেন। তবে পরিযায়ী পাখির সমাগম দেখতে হলে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যাওয়া ভালো। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে গজলডোবা যেতে পারেন। আবার মালবাজার স্টেশনে নেমে সেখান থেকেও যাওয়া যায়। খুব বেশি সময় লাগে না। বাগডোগরা থেকেও যেতে পারেন গজলডোবা।

Web Desk: Visit the birds’ paradise Ghazaldoba in the mood of winter. If your forehead is good, you can enjoy the unique beauty of Kanchenjunga from there. Ghazaldoba is a small village in the Udlabari region of Jalpaiguri district at the foothills of the Himalayas. This village in North Bengal has now become very popular among tourists. Many people choose Ghazaldoba to visit during winter holidays. Because, every year during the winter countless migratory birds gather in Ghazaldoba. The Himalayas in front, the Blue Reservoir below is such a natural beauty of Ghazaldoba. To the west of this village is the Mahananda and to the east is the Teesta. The Teesta has been dammed for cultivation and from there the blue reservoir has been created in this Ghazaldoba. Teesta is very calm here.

Migratory birds flock to this Ghazaldoba reservoir every year during the winter season. Here at this time Little Grebe, Great Crested Grebe, Bar-headed Goose, Greylag Goose, Lesser Whistling Duck, Ruddy Shelduck, Common Shelduck, Cotton Teal, Tufted Duck, Eurasian Wigeon, Spot Billed Duck, Mallard, Great Cormorant, Indian Cormorant, Little Cormorant, Indian Pond Heron, Gray Heron, Purple Heron, Northern Lapwing, River Lapwing, Grey-headed Lapwing, Little Ringed Plover. And tourists flock to see it. Boating is also very popular here. Ghazaldoba is famous among tourists for its irrigation dam on Teesta River. Adjacent to the dense forest of Baikunthpur surrounded by Teesta and Mahananda rivers, Ghazaldoba has easily won the hearts of tourists with its immense natural beauty. There is also a myth about the Baikunthpur forest. That is Lord Krishna’s chief consort and queen Rukmani chose the forest of Baikunthapur to hide.

Apart from the Teesta reservoir, you will love Ghazaldoba because of its pleasant weather. If the sky is clear and the forehead is good, Kanchenjunga can also be seen from Ghazaldoba. You can easily choose Ghazaldoba for a two-day vacation in a tranquil environment. Garumara National Park is very close to Ghazaldoba. Only 26 km. As a result, you can go around from there very easily. Enjoy the vibrant natural beauty around Ghazaldoba throughout the year

 

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »