ওয়েব ডেস্ক : এখন থেকে অক্টোবর মাস পর্যন্ত সুযোগ। ঘুরে আসুন ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ ফুল উপত্যকা থেকে। মন ভরে যাবে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৮৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ফুল উপত্যকা। এই উপত্যকা নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। জাতীয় উদ্যান। ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য ২০০৫ সালে ইউনেস্কো এই ফুল উপত্যকাকে বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মনে করা হয় যে, ১৯৩১ সালে ফ্রাঙ্ক এস স্মিথের নেতৃত্বে তিনজন ব্রিটিশ পর্বতারোহী পথ হারিয়ে এই দর্শনীয় উপত্যকায় চলে যাওয়ার ফলে এই স্থান আবিষ্কৃত হয়। এই উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁরাই এর নাম দেন ফুল উপত্যকা।
নাম থেকেই বোঝা যাচ্ছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স হল এমন একটি গন্তব্য যেখানে নানা রঙের ও বৈচিত্রের ফুলের সমারোহে এবং সৌন্দর্যে আপনি আকৃষ্ট হবেন। এক ভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন। ফুল উপত্যকায় দেখতে পাবেন ব্রহ্মকমল, হিমালয়ান ব্লু পপি, অর্কিড, প্রাইমুলা, গাঁদা, ডেইজি এবং অ্যানিমোনের মতো ৬০০টিরও বেশি প্রজাতির বহিরাগত ফুল এবং সাব-আল্পাইন বন বার্চ ও রডোডেনড্রনের মতো প্রজাতির ফুল। পাশাপাশি রয়েছে জলপ্রপাত এবং তার বন্য স্রোত দেখার সুযোগ। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় ধূসর লঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি, হিমালয় ওয়েসেল এবং কালো ভাল্লুক, কস্তুরি হরিণ, নীল ভেড়া, লাল শিয়াল, চুন প্রজাপতি, তুষার চিতাবাঘ এবং হিমালয় মোনাল-সহ বিরল প্রজাতির বিদেশি পাখি এবং আশ্চর্যজনক বন্যপ্রাণী প্রজাতির বাসস্থানও রয়েছে।
কখন যাবেন
ফুল উপত্যকায় রঙ বেরঙের ফুলের সৌন্দর্য উপভোগ করার সেরা সময় মে মাস থেকে অক্টোবর মাস। এই সময় গোটা উপত্যকা একটি বোটানিক্যাল ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়। যদিও ফুলের সর্বাধিক প্রাচুর্য দেখা যায় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে।
কিভাবে যাবেন
দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর হল ভ্যালি অফ ফ্লাওয়ার্সের নিকটতম বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে সড়কপথে গোবিন্দ ঘাট পর্যন্ত যেতে পারবেন। এরপর ১৬ কিলোমিটার ট্রেক করে পৌঁছোতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। ফুল উপত্যকার নিকটতম রেলওয়ে স্টেশন হল ঋষিকেশ। সেখান থেকে বাস বা ট্যাক্সিতে গোবিন্দ ঘাট। এরপর ট্রেক করে ভ্যালি অফ ফ্লাওয়ার্স-এ চলে যেতে পারবেন।
প্রয়োজনে যোগাযোগ করুন
Uttarakhand Tourism Development Board
Pt. Deendayal Upadhyay Paryatan Bhawan, Near ONGC Helipad
Garhi Cantt, Dehradun-248001 (India)
Contact No.: 91- 135- 2552626 E-mail UTDB: publicityutdb@gmail.com
Tourist Helpline Number: 1364 (For other state: +91- 135- 1364)