ওয়েব ডেস্ক : হিমালয়ান ওরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল এবার সল্টলেকে। আগামীকাল শুক্রবার দুপুর দুটোয় সল্টলেক সিটি সেন্টার ওয়ানে শুরু হবে এই ফেস্টিভাল। চলবে ৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব চলবে। উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের হিমালয় পার্বত্য অঞ্চলের বৃহৎ গ্রামীণ পর্যটন প্রদর্শনী হলো হিমালয়ান ওরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল বা ষষ্ঠ হিমালয় কমলা পর্যটন উৎসব। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ফেস্টিভালের জয়েন্ট কো-অর্ডিনেটর গিতালী লাহিড়ী ও মহাশ্বেতা রায় জানান, ভারত, নেপাল ও ভুটানের হিমালয় পার্বত্য অঞ্চল, ভারতের কাঞ্চনজংঘা অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও হিমাচল প্রদেশ অঞ্চলের কৃষি পর্যটন, হোমস্টে এবং উদ্যোগীদের বিষয়ে এই উৎসবে আলোকপাত করা হবে।পর্যটকদের এবং পর্যটন সংস্থাদের এই উৎসবে আমন্ত্রণ জানান তাঁরা।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হিমালয়ান ওরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রখ্যাত প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া এবং গ্রামীণ পর্যটনের উপদেষ্টা রাজ বাসু।