ওয়েব ডেস্ক : এবার থেকে অ্যাপের মাধ্যমে ডাল লেকে শিকারায় ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। দেশে একটি অনন্য জল পরিবহণ পরিষেবা চালু করল উবের। ভারতে তো বটেই, এশিয়ার মধ্যে প্রথম শিকারা রাইড পরিষেবা চালু করল এই সংস্থা। গত ২ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের শ্রীনগর ডাল লেকে উবের এই শিকারা রাইড পরিষেবার সূচনা করে। এর ফলে পর্যটকরা এখন সহজে ও স্বচ্ছন্দে উবের অ্যাপের মাধ্যমে ঐতিহ্যবাহী শিকারা রাইড বুক করতে পারবেন। প্রাথমিক ভাবে সাতটি শিকারা দিয়ে উবের কাজ শুরু করেছে বলে খবর। প্রতিটি শিকারা রাইড চারজন যাত্রীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। রাইডের সময়কাল এক ঘণ্টা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রাইডের সুবিধা পাওয়া যাবে। পর্যটকরা ১২ ঘন্টা আগে এবং ১৫ দিন আগে পর্যন্ত উবের-এর শিকারা রাইড বুক করতে পারবেন।উল্লেখ্য, সরকার-নির্ধারিত হারে রাইডের মূল্য নির্ধারণ করা হবে। এর ফলে পর্যটক এবং অপারেটর উভয়েই জন্যই সঠিক বা ন্যায্য মূল্য নিশ্চিত করবে।
জানা গিয়েছে, এই উদ্যোগের আর একটি বড় বিষয় হল, উবের তার অন্যান্য পরিষেবার মতো এক্ষেত্রেও শিকারা অপারেটরদের কাছ থেকে কমিশন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, বুকিংয়ের পরিমাণের ১০০ শতাংশ সরাসরি শিকারা অপারেটরদের কাছে যাবে। এর ফলে শিকারা অপারেটররা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য, স্থানীয় শিকারা মালিকদের জীবিকাকে বিশেষ ভাবে উৎসাহ দেওয়া। প্রসঙ্গত, উবেরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিকারা মালিক সমিতি। চার হাজারেরও বেশি অপারেটরের প্রতিনিধিত্ব করে এই সমিতি। শিকারা মালিক সমিতির মতে, এই উদ্যোগের ফলে পর্যটকদের দর কষাকষির ঝামেলা থাকবে না। অন্যদিকে, অপারেটরদের জন্য একটি স্থিতিশীল আয়ও নিশ্চিত করবে।