Sunday, April 27, 2025
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelReligiousউমাকে বন্দনার মধ্য দিয়ে বাৎসরিক উৎসবের সূচনা কল্পেশ্বর মন্দিরে./The annual festival begins...

উমাকে বন্দনার মধ্য দিয়ে বাৎসরিক উৎসবের সূচনা কল্পেশ্বর মন্দিরে./The annual festival begins at the Kalpeshwar Temple with Umake Bandana

Spread the love

ওয়েব ডেস্ক : কুমারী পুজোর মধ্য দিয়ে উমাকে বন্দনার পর কল্পেশ্বর মন্দিরের বাৎসরিক উৎসবে শুরু হয় শিবের আরাধনা। এভাবেই প্রতিবছর কল্পেশ্বর মন্দিরের বাৎসরিক উৎসবের সূচনা হয়। এবারও মঙ্গলবার পৌষ পূর্ণিমা তিথিতে কুমারী পুজোর মাধ্যমে উমাকে বন্দনার পর শুরু হয় হোম যজ্ঞ এবং বাবা কল্পেশ্বর-এর পুজো এবং সেই সঙ্গে ধর্মীয় গান আর ধর্মীয় অনুষ্ঠান। হোম যজ্ঞের পর শুরু হয়ে যায় ভাণ্ডারা উৎসব। হাজার হাজার মানুষ এই ভাণ্ডারা উৎসবে যোগ দিয়ে বাবা কল্পেশ্বর-এর ভোগ প্রসাদ গ্রহণ করেন। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার স্থানীয়পাড়া চণ্ডীগড় গ্রামে যমুনা নদীর পারে গত ১০ বছর আগে একটি শিবমন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন বারাসাত নিবাসী শুভাশিস বসু। এখানে তিনি শিবলিঙ্গ নয়, স্থাপন করেন বালক শিব কল্পেশ্বর-এর মন্দির। কারণ, স্বপ্নে পাওয়া শিব অর্থাৎ কল্পনায় পাওয়া ঈশ্বর বলে এখানে শিবের নাম হয় কল্পেশ্বর। পুণ্যতীর্থ জলেশ্বর থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে কল্পেশ্বর মন্দিরও ধীরে ধীরে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। উল্লেখ্য, শুভাশিস বসু পরিচিত টিঙ্কু মহারাজ নামে। তার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন সাধু এবং অগণিত ভক্ত যোগ দেন কল্পেশ্বর মন্দিরের বাৎসরিক উৎসবে। গতকাল সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বাউলগান ও ভক্তিগীতি পরিবেশন করে দর্শনার্থীদের মুগ্ধ করেন নদিয়ার মুর্শিদি লোক ব্যান্ডের কলাকুশলীরা

Web Desk: After worshiping Uma through Kumari Puja, the annual festival of Kalpeshwar temple begins with the worship of Lord Shiva. This is how the annual festival of Kalpeshwar Temple begins every year. This time also on Tuesday on Paush Purnima Tithi, after worshiping Uma through Kumari Puja, home yajna and puja of Baba Kalpeshwar along with religious songs and religious programs begin. Bhandara Utsav begins after the Home Yajna. Thousands of people attend this Bhandara festival and take bhog prasad from Baba Kalpeshwar. Incidentally, Barasat resident Subhashis Bose started the work of establishing a Shiva temple on the bank of Yamuna river in Chandigarh village of Gaighata police station in North 24 Parganas district. Here he established not the Shivalinga but the temple of the boy Shiva Kalpeshwar. Because Shiva found in dreams means God found in imagination, here Shiva’s name is Kalpeshwar. At a distance of about three kilometers from Punyatirtha Jaleswar, the Kalpeshwar temple also gradually became attractive to the visitors. Note that Subhashis Bose is known as Tinku Maharaj. Responding to his call, several saints and countless devotees from different parts of the country join the annual festival of the Kalpeshwar temple. The artistes of Nadia’s Murshidi folk band enthralled the visitors by performing baul songs and devotional songs at a function in the temple premises yesterday evening.

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »