ওয়েব ডেস্ক : গাড়ির হর্নের শব্দের উৎপাত, শহুরে কোলাহল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে চান? ঘুরে আসুন অটোমোবাইল ফ্রি হিলস্টেশন মাথেরান থেকে। মাথেরান একটি মনোরম পাহাড়ি স্থান। মহারাষ্ট্রের রায়গড় জেলায় এর অবস্থান। মনোরম আবহাওয়া, শান্ত ও দূষণমুক্ত পরিবেশের জন্য মাথেরান
পর্যটকদের কাছে আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়, জঙ্গলের সঙ্গে এক মায়াবী রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে মাথেরান।পশ্চিমঘাট পর্বতমালার এই হিলস্টেশন মাথেরানের চারপাশে ঘন বন, কুয়াশা ঢাকা পাহাড় এবং মনোরম উপত্যকায় ঘেরা প্রকৃতির রূপ আপনাকে মুগ্ধ করবেই। আশেপাশে কোনও যানবাহন না থাকায় যানজট বলে কিছু পাবেন না। পরিবেশ শান্ত এবং প্রশান্ত। মাথেরানে বিভিন্ন সময়ে বহু চলচ্চিত্রের শুটিং হয়েছে। জানা যায়, একসময় এখানে ছিল ব্রিটিশদের বাস। তখন থেকেই শুরু ঘোড়ার চলাচল। এই অটোমোবাইল ফ্রি হিলস্টেশন এলাকার পথঘাট লালমাটির। সেখানে পাহাড়ি লাল ধুলো উড়িয়ে ঘোরাফেরা করে ঘোড়া। ঘোড়ায় করেই ঘুরে বেড়াতে পারেন পাহাড়ের গায়ের নানা ভিউ পয়েন্টে। অথবা পায়ে হেঁটেও ঘুরতে পারেন। কারণ, এখানে কোনও গাড়ি চলে না। এখানে মনের স্বাদ খুঁজে নিতে পারেন ট্রেকিং-প্রেমীরাও। পাশাপাশি খাদ্যরসিকরাও, বিশেষ করে মাছ-বিলাসীরা এখানে সি-ফুডে মজে যেতে পারবেন।
কীভাবে যাবেন
মহারাষ্ট্র বেড়াতে গেলে পরিকল্পনার মধ্যে মাথেরানকে রাখুন। মুম্বই থেকে সোজা চলে যেতে পারবেন মাথেরানে। মুম্বইয়ের সিএসটি স্টেশন থেকে একাধিক ট্রেন রয়েছে মাথেরানগামী। সেখান থেকে নেরাল বা কারজট পর্যন্ত লোকাল ট্রেন যায়। এন্ট্রি নিতে হবে আপনাকে। টয়ট্রেনের জার্নি আপনাকে মুগ্ধ করবে। ছবির মতো সাজানো ঝকঝকে প্রকৃতি স্বাগত জানাবে আপনাকে। অন্যদিকে, মুম্বই থেকে গাড়িতেও মাথেরান যেতে পারেন। মাথেরানে ঢোকার মুখে রয়েছে গাড়ি রাখার পার্কিং। সেখানে গাড়ি রেখে মাথেরানে ঢোকার টিকিট কেটে তবে ঢুকতে পারবেন ‘অটোমোবাইল ফ্রি হিলস্টেশন’এ।
কোথায় থাকবেন
বহু হোমস্টে রয়েছে মাথেরনে। এছাড়াও রয়েছে রিসর্ট।
কী কী দেখবেন
ঘোড়ায় না চড়তে চাইলে পায়ে হেঁটে গোটা মাথেরান দেখে নিতে পারেন। অবশ্যই দেখে নেবেন প্যানোরামা পয়েন্ট, আলেকজান্ডার পয়েন্ট, শ্যার্লটি লেক, কিং জর্জ পয়েন্ট, হানিমুন পয়েন্ট এবং লুইসা পয়েন্ট-সহ পাহাড় ও জঙ্গলের মনোরম নানা প্রাকৃতিক সৌন্দর্য।