পুজোর ছুটিতে চলুন ছত্তিসগড়ে, দেখুন মিনি তিব্বত মইনপাট
ওয়েব ডেস্ক : পুজোর ছুটিতে চলুন ছত্তিসগড়ে। দেখুন মিনি তিব্বত মইনপাট। বিন্ধ্য পর্বতমালার কোলে পাহাড়, জঙ্গল, ঝর্না দিয়ে ঘেরা মইনপাটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৬০ কিলোমিটারের পথ মইনপাট। অন্যদিকে, অম্বিকাপুর থেকে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। সারগুজা জেলার এই শৈল শহরটি পাহাড়, জঙ্গল, ঝর্না দিয়ে ঘেরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৬০ ফুট উচ্চতায় অবস্থিত মইনপাট শহরকে ছত্তিশগড়ের তিব্বত বলা হয়। কারণ, প্রায় পাঁচ দশক ধরে এখানে তিব্বতিরা বসবাস করেন। এই শহরের সঙ্গে মিশে গিয়েছে তিব্বতি খানাপিনা ও সংস্কৃতি। আবার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মইনপাটকে সারগুজার সিমলাও বলা হয়। ছত্তিশগড়ে চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, কৈলাস কুটুমসার গুহার মতো আকর্ষণীয় দর্শনীয় স্থান থাকলেও মইনপাটের আকর্ষণ কোনও অংশে কম নয়।
জানা গিয়েছে, এই শৈল শহরে ১৯৬২ সাল থেকে বসবাস করছেন তিব্বতিরা। যার ফলে এই শহরে ছোট-বড় অনেক বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় টাকপো মঠ। তবে, মইনপাটের মূল আকর্ষণ উল্টাপানি জলপ্রপাত। উল্টাপানি জলপ্রপাত দেখলে মনে হবে নীচ থেকে উপরের দিকে উঠে আসছে জল। যদিও এটা চোখের ভুল। উল্টাপানি এমন একটি খাল যেখানে জল উপরের দিকে প্রবাহিত হয় বা অন্তত মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে প্রবাহিত বলে মনে হয়। এখনও পর্যন্ত এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি। সাধারণত এটিকে দৃষ্টি বিভ্রমই বলা হয়।তাই এই জলপ্রপাত দেখতে ভিড় করেন বহু পর্যটক।
মইনপাট দেখার সেরা সময় শীতকাল। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে মার্চ পর্যন্ত মইনপাট যাওয়া যায়।ছত্তিসগড়ের যে কোনও জায়গা থেকে সরকারি বাসে মইনপাট যাওয়া যাবে। রেলপথে মইনপাট যেতে হলে অম্বিকাপুর রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাসে বা গাড়িতে মইনপাট যাওয়া যাবে। মইনপাট থেকে অম্বিকাপুর রেলস্টেশনের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার।
Mainpat # Hill # Chattisgarh # Ultapani # Mini # Tibbat # Simla # Bengali # Travel # News # Flavourofbengal#offbeat#puja special#jungal jharna