ওয়েব ডেস্ক : গঙ্গার তীরে আন্তর্জাতিক যোগ উৎসব দেখতে চলুন উত্তরাখণ্ডের ঋষিকেশে। আগামী ১৫ থেকে ২১ মার্চ ঋষিকেশে পবিত্র গঙ্গার তীরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ উৎসব ২০২৪। আধ্যাত্মিক জ্ঞান এবং শারীরীক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসবের কেন্দ্র হচ্ছে মুনি কি রেতির যোগ ভারত ঘাট। এই উৎসবে স্বামী সুখবোধনন্দ, ডাঃ হেস্টার ও কনর, এস. শ্রীধরন, ডগলাস আত্মানন্দ রেক্সফোর্ড, স্বামী অজয় রানা এবং আংশুকা পারওয়ানি-সহ স্বাস্থ্য ও ফিটনেস বিশেষজ্ঞদের পাশাপাশি আধ্যাত্মিক বক্তারা আপনার মন, শরীর এবং আত্মাকে আলোকিত করতে সাহায্য করবে।
উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ এক বিবৃতিতে বলেছেন যে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যোগব্যায়ামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তরাখণ্ড। এখন উত্তরাখণ্ড যোগ অনুশীলনকারীদের সর্বাধিক সংখ্যা নিয়ে গর্বও করে। আধ্যাত্মিক বোধের উন্মেষ এবং মানসিক শান্তির জন্য দেবভূমির বিকল্প নেই। যোগের কেন্দ্রস্থল হিসেবে ঋষিকেশ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এর প্রমাণ আন্তর্জাতিক যোগ উৎসব। এ বছর এই উৎসব জমজমাট হবে। যোগব্যায়াম উৎসাহীদের শেখার এবং বেড়ে ওঠার জন্য একটি অনবদ্য সুযোগ তৈরি করবে। তিনি জানান, উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে আয়োজিত এই উৎসবে যুক্ত হবে আর্ট অফ লিভিং, ইশা ফাউন্ডেশন, কৃষ্ণমাচার্য যোগ মন্দিরম, রামামণি আয়েঙ্গার মেমোরিয়াল যোগ ইনস্টিটিউট, শিবানন্দ আশ্রম এবং মানব ধর্ম আশ্রম-সহ একাধিক বিখ্যাত স্কুলের বিশেষজ্ঞরা। তারা সঙ্গীত থেরাপির সুবিধা-সহ প্রজ্ঞা যোগ, মার্ম চিকিৎসা, যোগ ও নারীশক্তি বিষয়ে আলোচনা সভায় অংশ নেবেন।প্রতি সন্ধ্যায় শান্ত পরিবেশে গঙ্গা আরতি দেখার সুযোগ ছাড়াও এই উৎসবে কবির ক্যাফে এবং পাণ্ডবস ব্যান্ডের মতো বিখ্যাত ব্যান্ড, স্বরাগের ফিউশন ছন্দ, অদিতি মঙ্গল দাসের কত্থক নৃত্য, অনুজ মিশ্রের ব্যালে নৃত্যের পাশাপাশি থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক যোগ উৎসব দেখতে আগ্রহী হলে ‘www.internationalyogfestival.com’-এ লগ ইন করতে পারেন।
Web Desk: Let’s go to Rishikesh in Uttarakhand to see the International Yoga Festival on the banks of the Ganges. The International Yoga Festival 2024 will be held on the banks of the holy Ganga in Rishikesh from March 15 to 21. Muni Ki Retir Yoga Bharat Ghat is the centerpiece of this week-long festival organized to promote spiritual enlightenment and physical well-being. In this festival, Swami Sukhabodhananda, Dr. Hester and Connor, S. Health and fitness experts including Sridharan, Douglas Atmananda Rexford, Swami Ajay Rana and Anshuka Parwani as well as spiritual speakers will help enlighten your mind, body and soul.
Uttarakhand Tourism Minister Satpal Maharaj said in a statement that Uttarakhand plays an important role in promoting yoga nationally and internationally. Now Uttarakhand also boasts of the largest number of yoga practitioners. There is no alternative to Devabhoomi for spiritual enlightenment and peace of mind. Rishikesh occupies a significant position as the center of yoga. The proof of this is the International Yoga Festival. This year the festival will be crowded. Yoga will create an unparalleled opportunity for enthusiasts to learn and grow. He said that experts from several famous schools including Art of Living, Isha Foundation, Krishnamacharya Yoga Mandiram, Ramamani Iyengar Memorial Yoga Institute, Sivananda Ashram and Manav Dharma Ashram will participate in this festival organized by Uttarakhand Tourism Development Board. They will participate in discussion sessions on pragya yoga, marma therapy, yoga and femininity along with the benefits of music therapy. Apart from the chance to watch Ganga Aarti every evening in a serene atmosphere, the festival will feature famous bands like Kabir Cafe and Pandavas Band, fusion rhythms by Swarag, Kathak dance by Aditi Mangal Das. , Anuj Mishra’s ballet dances will be accompanied by interesting cultural programs. If you are interested to see the International Yoga Festival, you can log on to ‘www.internationalyogfestival.com’.
#yoga #fitness #meditation #yogapractice #yogainspiration #love #yogalife #yogaeverydamnday #yogi #mindfulness #yogateacher #yogalove #workout #gym #yogaeveryday #motivation #pilates #namaste #health #wellness #yogagirl #yogaeverywhere #nature #yogachallenge #healthylifestyle #fitnessmotivation #yogapose #healing #fit #peace#rishikesh #uttarakhand #india #uttrakhand #dehradun #haridwar #pahadi #travel #uttarakhandheaven #nature #himalayas #kedarnath #photography #uttarakhandtourism #mountains #incredibleindia #rishikeshdiaries #travelphotography #devbhoomi #garhwal #yoga #almora #ganga #diaries #love #himachal #nainital #pauri #pithoragarh #uttarakhanddiaries