ওয়েব ডেস্ক : প্রাচীন ঐতিহাসিক নিদর্শন প্রত্যক্ষ করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলুন লাঙ্গুডি পাহাড়ে। ওড়িশার জাজপুর জেলার লাঙ্গুডি পাহাড়ের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। এই পাহাড়ে রয়েছে বৌদ্ধ শিক্ষাকেন্দ্র পুষ্পগিরি বিশ্ববিদ্যালয় বা পুষ্পগিরি মহাবিহার-এর ধ্বংসাবশেষ। এই বৌদ্ধ শিক্ষাকেন্দ্র খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ১০ শতকের মধ্যে গড়ে উঠেছিল। এখানকার প্রধান আকর্ষণ হল এই স্থান থেকে খনন করা পাথর কেটে তৈরি করা ৩৪টি স্তূপ। পাশাপাশি ‘সমাধি মুদ্রা’ এবং অন্যান্য বিভিন্ন ভঙ্গিতে অর্ধ স্মিত বুদ্ধ লাঙ্গুডি পাহাড়ের আকর্ষণ বাড়িয়েছে। ওড়িশার এই বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থান জাজপুর জেলার মহানদী বদ্বীপের সমভূমিতে অবস্থিত। পাহাড়ের এই দীর্ঘ প্রসারিত অংশে গাছপালা নেই তবে বেশ কয়েকটি খন্ডালাইট শিলা রয়েছে। পাহাড়ে বেশ কয়েকটি শিলা-কাটা বৌদ্ধ স্তূপ এবং মধ্যযুগের প্রথম দিকের কয়েকটি বৌদ্ধ মন্দির রয়েছে। কাছাকাছি রয়েছে রত্নগিরি পাহাড়, নৃসিংহনাথ মন্দির, বিরাজ মন্দির,
উদয়গিরি, ললিতগিরি। এসবও দেখে নিতে পারেন।
ওড়িশার রত্নগিরি পাহাড় পরিচিত ‘হিলস অফ জুয়েলস’ নামে। বহু বৌদ্ধ ধ্বংসাবশেষ, মঠ, পুরাকীর্তি ও প্রাচীন মন্দির রয়েছে এই পাহাড়ে। লাঙ্গুডি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরত্বে রয়েছে নৃসিংহনাথ মন্দির। ভগবান নৃসিংহনাথ বিষ্ণুর অন্য রূপ। এই মন্দিরটির অত্যাশ্চর্য স্থাপত্য মুগ্ধ করবেই। ওড়িশার প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি দেখতে পারবেন জাজপুরে। বিরজা মন্দির। এখানে দেবী গিরিজা এবং ভগবান জগন্নাথের পুজো হয়। দেবী গিরিজা ও জগন্নাথদেবকে দেবী দুর্গা এবং ভগবান শিবের অন্য রূপ বলে মনে করা হয়।
লাঙ্গুডি থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে উদয়গিরি ওডিশার আরেকটি ঐতিহ্যবাহী স্থান। এই স্থান ভারতের বৃহত্তম বৌদ্ধ কমপ্লেক্স এবং ওডিশার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এছাড়াও রয়েছে
ললিতগিরি। দেশের প্রাচীনতম বৌদ্ধ কমপ্লেক্সগুলির মধ্যে একটি ললিতগিরিতে দেখতে পাবেন অসংখ্য অত্যাশ্চর্য বৌদ্ধ স্মৃতিস্তম্ভ, মন্দির এবং স্তূপ। এটি রাজ্যের একটি বিশিষ্ট বৌদ্ধ ঐতিহ্যের স্থান ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। মনে রাখবেন লাঙ্গুডি ও কাছাকাছি পর্যটন কেন্দ্রগুলি দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত।
কিভাবে যাবেন :-
ভুব নেশ্বর থেকে লাঙ্গুডি পাহাড়ের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার এবং কটক থেকে দূরত্ব ৫০ কিলোমিটার। ট্রেনে আসুন ভুবনেশ্বর বা কটক। এরপর গাড়িতে লাঙ্গুডি পাহাড়।
কোথায় থাকবেন :-
ভুবনেশ্বর বা কটক রেলস্টেশনের কাছে হোটেল পাবেন। জাজপুরেও বেশ কয়েকটি হোটেল রয়েছে।
#odisha#cuttackbuzz #berhampur #ranchi #dhenkanal #bhubaneswardiaries #odishadiaries #bhadrak #odishagram #odishatourism #bhubaneswar #odisha #bhubaneswar #india #cuttack #odishagram #odishatourism #odia #instagram #bhubaneswarbuzz #puri #sambalpur #odishaclicks #photography #instagood #love #mumbai #balasore #cuttackbuzz #bhadrak #rourkela #berhampur #odishadiaries #delhi #jharsuguda #bhubaneswardiaries #odiafood #ollywood #igers #instadaily #baripada#nature #kolkata #photooftheday #bbsr #maharashtra #odiamemes #fashion #kerala #follow #jajpur #balangir #mybhubaneswar #trending #odishaphotographers #followforfollowback #likeforlikes #bhfyp #myodisha #of #odiaonline #jharkhand #model #odiafoodblogger #kiit #koraput #dhenkanal #like #karnataka #indian #foodie