আজ আন্তর্জাতিক বাঘ দিবস, বাঘের খোঁজে নজরে রাখুন
ওয়েব ডেস্ক : আজ আন্তর্জাতিক বাঘ দিবস। আজ ২৯ জুলাই। আজ আন্তর্জাতিক বাঘ দিবস। আজই ঠিক করুন বাঘের খোঁজে কোথায় যাবেন। আসুন, রাজকীয় রণথম্ভোর ন্যাশনাল পার্ক থেকে বান্ধবগড় টাইগার রিজার্ভ পর্যন্ত ভারতের শীর্ষ বাঘ সংরক্ষণাগারগুলি ঘুরে দেখা যাক।
বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশের বেশি রয়েছে ভারতে। সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদ এই বন্যপ্রাণীকে ভারতের জাতীয় প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে। এই বিস্ময়কর প্রজাতির প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল দেখতে আগ্রহীদের স্বপ্নপূরণের জন্য দেশে ৫৩টি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কিন্তু বাঘের খোঁজে কোথায় যাবেন, তা এইসময়ই ঠিক করে নিন।
ভারতের বৃহত্তম বাঘের অভয়ারণ্যগুলির মধ্যে একটি হলো রাজস্থানের রণথম্বোর। অতীতে জয়পুর মহারাজাদের শিকারের জায়গা ছিল এই এলাকা। এই অভয়ারণ্যে বাঘের একটি বিশাল জনসংখ্যা রয়েছে এবং এটি ১.১৩৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এটি বেঙ্গল টাইগারদের আবাসস্থল হিসেবে বিখ্যাত। এখানে বাঘের খোঁজে আপনাকে অবশ্যই সাফারিতে যেতে হবে। আপনি বাঘ ছাড়াও অন্যান্য প্রাণী দেখতে পারেন, যেমন স্লথ বিয়ার, হায়েনা, ভারতীয় শিয়াল এবং শিয়াল।
হিমালয়ের গোড়ায় অবস্থিত উত্তরাখণ্ডের জিম করবেট টাইগার রিজার্ভ সম্ভবত ভারতের সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র। ১৯৩৬ সালে ৫০০ বর্গ কিমি জমিতে তৈরি করা হয় এই টাইগার রিজার্ভ। এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। হাতি সাফারির সুযোগ রয়েছে। বেঙ্গল টাইগার ছাড়াও ৫৮৫ টিরও বেশি বিভিন্ন প্রজাতির পাখি ও ৭টি ভিন্ন উভচর প্রজাতির ঠিকানা জিম করবেন টাইগার রিজার্ভ।
ভারতের বাঘ অভয়ারণ্যগুলির মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ। রয়েল বেঙ্গল টাইগারদের সর্বোচ্চ ঘনত্বের কারণে সেখানে প্রতিদিন কয়েক’শ বন্যপ্রাণী উৎসাহী ভিড় করেন। ৮২০ কিলোমিটার বিস্তৃত এই জাতীয় উদ্যানের ভিতরে রয়েছে বান্ধবগড় দুর্গ। সারা বিশ্বের বন্যপ্রাণী উৎসাহীদের কাছে আকর্ষণীয় বান্ধবগড়ের বৈচিত্র্যময় জীববৈচিত্র্য, অত্যাশ্চর্য প্রাকৃতিক পরিবেশ এবং সমৃদ্ধ অতীত।
মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক বা কানহা টাইগার রিজার্ভ হলো এশিয়ার অন্যতম সেরা সংরক্ষণ কেন্দ্র বা জাতীয় উদ্যান। ভারতের বিখ্যাত বেঙ্গল টাইগারদের বিখ্যাত আবাসও। ভারতীয় হাতি, স্লথ ভাল্লুক, অসংখ্য পাখি ও হরিণ।
অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০০৬ সালে এখানে টাইগার রিজার্ভ করা হয়। বাঘ ছাড়াও এখানে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক হাতি, বন্য জল মহিষ এবং ভারতীয় গন্ডার।
মধ্যপ্রদেশের প্রচুর জীববৈচিত্র্যের মুকুটে একটি অপূরণীয় রত্ন হল সাতপুড়া জাতীয় উদ্যান।১৯৮১সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মধ্যপ্রদেশের এই দর্শনীয় বন্যপ্রাণী পার্কটি দেশ বিদেশের দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই পার্ক উদ্ভিদ এবং প্রাণীদের একটি অবিশ্বাস্য বৈচিত্র্যের আবাসস্থল। বাস্তবে এই বন্যপ্রাণী পার্কটি প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য আদর্শ গন্তব্য।
এছাড়াও বাঘ সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বক্সায়, কর্ণাটকের বন্দিপুরে, ওড়িশার সিমলিপালে, কেরলের পেরিয়ারে, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরে-সহ সারা ভারতের মোট ৫৩টি জায়গায়।
International # Tiger # Day # Tiger # Reserve # India # Bengali # Travel # News # Flavourofbengal