ওয়েব ডেস্ক : ফায়ারফ্লাইস ফেস্টিভ্যাল বা জোনাকি উৎসব দেখতে চলুন মহারাষ্ট্রের পুরুশ্বাদি গ্রামে। প্রতিবছর বর্ষা মরশুমের ঠিক আগে মে-জুন মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় পুরুশ্বাদি ফায়ারফ্লাইস ফেস্টিভ্যাল বা জোনাকি উৎসব। জানা গিয়েছে, এবছর মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে এই উৎসব। এই সময়ে লাখ লাখ ফায়ারফ্লাই বা জোনাকি রাতে বেরিয়ে আসে এবং আশেপাশের জঙ্গলকে আলোয় ভরিয়ে দেয়। সৃষ্টি করে এক বিষ্ময়কর প্রাকৃতিক পরিবেশ। সূত্রের খবর, ইকো-ট্যুরিজম প্রচার এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উৎসবের লক্ষ্য।
পর্যটকরা জোনাকি উৎসবের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, রাতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা অর্জন করবেন। সঙ্গে ফায়ারফ্লাইদের বা জোনাকিদের আলোর রোশনাইয়ের বিরল চিত্রের সাক্ষী থাকতে পারবেন। অন্যদিকে, গ্রামীণ জীবনযাত্রা প্রত্যক্ষ করার সুযোগও পাবেন। পুরুশ্বাদি ফায়ারফ্লাইস ফেস্টিভ্যাল ইতিমধ্যেই পর্যটকদের কাছে এবং স্থানীয়দের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এই উৎসবকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটেছে। এককথায় স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করেছে। অন্যদিকে, এই উৎসব ভঙ্গুর বাস্তুতন্ত্রের ওপর পর্যটনের প্রভাব এবং দায়িত্বশীল পর্যটন অনুশীলনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি ছোট গ্রাম পুরুশ্বাদি। পশ্চিমঘাটের এই গ্রামটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জলপ্রপাত এবং বন্যপ্রাণীর জন্য পরিচিত।