আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস, পর্যটকদের প্রতি মুহূর্ত হোক ক্যামেরাবন্দি
ওয়েব ডেস্ক: ফটোগ্রাফি বা আলোকচিত্র গল্প বলে। সময়কে ধরে রাখে।জীবনের ভালোলাগা মুহূর্তকে তাই ক্যামেরাবন্দি করে রাখুন। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবসে সেটাই হোক অঙ্গীকার। এবছর বিশ্ব ফটোগ্রাফি দিবসের থিম বা ভাবনা হলো আন্ডারস্ট্যান্ডিং ক্লাউডস বা মেঘকে উপলব্ধি করা।পর্যটকদের সাধারণ আকর্ষণ প্রকৃতি।প্রকৃতির বিচিত্র রূপ প্রত্যক্ষ করার জন্যই দেশ-বিদেশের নানান প্রান্তে ছুটে বেড়ান পর্যটকরা।কিন্তু ফটোগ্রাফি দিবসের এবারের থিমকে সামনে রেখে ছবি তোলার জন্য দূরে না গেলেও কোনও সমস্যা নেই। তাতে প্রকৃতির শোভা থেকে বঞ্চিত হবেন না পর্যটকরা।এখন বর্ষার মরশুম। বর্ষার আকাশ প্রতি মুহূর্তে রঙ বদল করে।মেঘও বে-খেয়াল। মেঘের গতিপ্রকৃতিকে বোঝার চেষ্টা, প্রতি মুহূর্তে তার রূপের বদল নিয়েই অসাধারণ ছবি তুলতে পারেন যে কেউ। ফলে বর্ষার এই মরশুমকে ক্যামেরাবন্দি করতে এখনই বেরিয়ে পড়তে পারেন বাংলার বিভিন্ন প্রান্তে।এছাড়া দেশের কয়েকটি জায়গার কথা উল্লেখ করা হলো।যেখানে বেড়াতে গেলে ভালো লাগবে। জীবনের মধুর মুহূর্তগুলোকে অনায়াসে ক্যামেরাবন্দি করতে পারবেন, আর পরে সংগৃহীত সেই ছবি দেখে ওইসব মুহূর্তের কথা আপনার সামনে ভেসে উঠবে, আপনি সতেজ হয়ে উঠবেন।
সুন্দর মেঘ এবং প্রকৃতির সৌন্দর্যের এক ঝলক দেখতে চলুন কর্ণাটকের কুর্গ-এ।দক্ষিণ ভারতের কুর্গ প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। কুয়াশাচ্ছন্ন জলপ্রপাত, শিশির ভেজা মাঠ, মনোরম পাহাড়, ঝরনা আর অদ্ভুত আকাশ-সহ এই অদ্ভুত ছোট্ট শহরের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করুন। তালাকাবেরী, ব্রহ্মগিরি পাহাড়ে কাবেরী নদীর উৎপত্তিস্থল থেকে সূর্যাস্ত দেখতে ও ছবি তুলতে ভুল করবেন না একেবারেই।
মেঘকে উপলব্ধি করার চেষ্টা করতে চলুন মেঘের দেশ মেঘালয়-এ। উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলির মধ্যে একটি হলো মেঘালয়। এই রাজ্যের চেরাপুঞ্জিতে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়। যদিও এটাই মেঘালয়ের একমাত্র আকর্ষণ নয়। এই রাজ্যের পাহাড়, উপত্যকা, হ্রদ, গুহা এবং জলপ্রপাত আপনাকে মুগ্ধ করবেই। প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তোলার জন্য আদর্শ জায়গা মেঘালয়।
এই সময়ে যেতে পারেন জম্মু-কাশ্মীরের শ্রীনগরেও। আগস্ট মাসে এই শহর ফটোগ্রাফির জন্য একটি আদর্শ জায়গা। শঙ্করাচার্য পাহাড়ে উঠুন, ডাল লেকের অত্যাশ্চর্য পটভূমি এবং ঘন সবুজ গাছপালার বিপরীতে মেঘের ছবি তুলুন। অথবা নৌকায় চড়ে সূর্য ওঠার ঠিক আগে আকাশের ছবি তুলুন। সন্ধ্যার শেষের আকাশের প্রাণবন্ত রঙগুলিও ক্যামেরাবন্দি করতে পারেন।অন্যদিকে, উত্তরাখণ্ডের ফুলের উপত্যকার চারপাশটাও স্বপ্নের রাজ্যের চেয়ে কোনও অংশে কম নয়। গোবিন্দঘাট থেকে উপত্যকায় ভ্রমণের সময় প্রতিটি দৃশ্য নতুন নতুন রঙের এক একটি বিচ্ছুরণ। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার আদর্শ এই জায়গায় প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করুন।এছাড়াও যেতে পারেন রাজস্থানে। এই রাজ্যের চমৎকার সব দুর্গ এবং সুন্দর টিলাগুলি ছবি তোলার উপযুক্ত জায়গা।দ্য সিটি অফ লেক উদয়পুরের অত্যাশ্চর্য প্রাসাদগুলি থেকে শুরু করে দ্য পিঙ্ক সিটি জয়পুরের দুর্গ,দ্য ব্লু সিটি জোধপুরের জমজমাট বাজার থেকে গোল্ডেন সিটি জয়সলমেরের মরুভূমির সাফারি সব জায়গাতেই আপনি অসাধারণ কিছু ছবি তুলতে পারেন।
বহু জাতি, ভাষা, ধর্ম, জনগোষ্ঠির এই দেশের বিভিন্ন প্রান্তে নানা রঙের সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানেই বেড়াতে যান, মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে ভুলবেন না। পাহাড়, সাগর, উপত্যকা, নদ-নদি, অরণ্য এবং প্রাচীন মন্দির, মঠ, গির্জা, মসজিদ-সহ নানান ঐতিহাসিক নিদর্শন ঘিরেই এ দেশের পর্যটনক্ষেত্র। এখন ছবি তোলেন না এমন মানুষ এখন খুবই কম আছেন। ক্যামেরা না থাক, মোবাইলে ছবি তোলেন তারা। দেশের যে প্রান্তেই যান না কেন, প্রতি মুহূর্তকে ক্যামেরাবন্দি করুন। আপনার ভালোলাগা মুহূর্তকে স্মৃতি করে রাখুন।বিশ্ব ফটোগ্রাফি দিবসে এটাই হোক পর্যটকদের অঙ্গীকার।
International # Photography # Day # Every # Moment # Click # Bengali # Travel
#News # Flavourofbengal